ভিন্ন জগৎ, রংপুর

ভিন্ন জগৎ

হুট করেই অন্য কোনো জায়গা বা অন্য কোনো জগতে হারিয়ে যেতে মন চায়? একঘেয়েমি জীবন, ব্যস্ততা, যান্ত্রিকতা সবকিছু ছেড়ে একটু বিরতি নিয়ে কোথাও ঘুরে আসুন। অন্যরকম এক মানসিক শান্তি পাবেন। ব্যস্ত জীবনের ফাঁকে অভিযান বা রোমাঞ্চকর কিছু করতে চাইলে ভ্রমনের কোনো বিকল্প নেই।

তাইতো আপনাদেরকে এখন এমন এক জগৎ সম্পর্কে জানাবো,  যেখানে ছোট-বড় সবাই অনেক ভালো সময় পার করবেন এবং নিয়ে আসবেন অনেক অনেক স্মৃতি। হ্যা বলছি ভিন্ন জগৎ(vinno jogot) এর কথা। এ এক অন্যরকম জগৎ।

উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরে (Rangpur) অবস্থিত মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র ভিন্নজগত পার্ক। রংপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভিন্নজগত (vinno jogot) পার্কে রয়েছে

– প্লানেটরিয়াম (Planetarium), আইফেল টাওয়ার (Eiffel Tower), বরফের দেশ (land of ice), ভূতের বাড়ি (haunted house), থ্রিডি রুম (3D room), তাজমহল (Taj Mahal), মসকো (Moscow), পিকনিক স্পট, পিরামিড (Pyramid), সুইমিং পুল (Swimming pool), আজব গুহা, গুণীজনদের ভাস্কর্য (Sculptures of geniuses), এরোপ্লেন, হেলিকপ্টার, রেল, ঘোড়ার গাড়ি, লেক ড্রাইভ, মেরি গো রাউন্ড,

শাপলা চত্বর (Shapla square), নৌকা ভ্রমণ, মাছ ধরার ব্যবস্থা, রোবট স্ক্রিল জোন, স্পেস জার্নি, সি প্যারাডাইস, জল তরঙ্গ, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, অন্তত ৫০০টি পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা ইত্যাদি আরো অনেক কিছু। এই ভিন্নজগত পার্কের (Vinnojogot Park) বিনোদন কেন্দ্রটিতে দেশ ও দেশের বাহির থেকে ঘুরতে আসে হাজার হাজার ভ্রমণ পিপাসুরা।

আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমণ ও ট্যুর প্ল্যান : নীলগিরি, নীলাচল, স্বর্ণমন্দির, মেঘলা

ভিন্ন জগৎ প্রবেশ মূল্য

ভিন্নজগত পার্কটি সারাবছর সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। ভিন্নজগতের জন প্রতি প্রবেশ মূল্য ১০০ টাকা। ভেতরের প্রতিটি রাইডের (Ride) জন্য আলাদা করে ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দিতে হয়। এছাড়া ভেতরের প্রতিটি রাইড উপভোগের করার জন্য বিভিন্ন প্যাকেজ চালু আছে। যা আপনি ক্রয় করে উচ্ছামত উপভোগ করতে পারবেন। 

ভিন্ন জগৎ Vinnya Jagat
ভিন্ন জগৎ, রংপুর

 কিভাবে যাবেন

রংপুর থেকে ভিন্ন জগৎ (vinno jogot) সরাসরি যেতে হলে প্রাইভেটকার, মাইক্রোবাস অথবা ইজিবাইকে যেতে হবে। এছাড়াও রংপুরের পাগলাপীর বাস স্ট্যান্ড হতে দিনাজপুর (Dinajpur) অথবা সৈয়দপুরগামী গাড়িতে চড়ে যেতে পারবেন ভিন্নজগতে। 

ভাড়া – 

১. প্রাইভেটকার : ৪০০-৫০০ টাকা।

২. মাইক্রোবাস : ৮০০-১০০০ টাকা।

৩. ইজিবাইক : ১০০-১৫০ টাকা। 

রাজধানী ঢাকা থেকে রংপুর (Rangpur) যাওয়ার জন্য মহাখালী, গাবতলী, মোহাম্মদপুর এবং কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে এসি/নন-এসি বাস রয়েছে। 

গাড়ি ভাড়া – 

বাসের মানের উপর ভিত্তি করে ৭০০-১৫০০ টাকা পয়ন্ত বাসের ভাড়া হয়ে থাকে।

যোগাযোগ :

১. আলহামরা ট্রাভেলস (Alhamra Paribahan) : 88-02-9005612,    01721-802031

২. গ্রিনলাইন পরিবহন (green line paribahan) : 88-02-9112287, 88-02-9133145, 01730-060006

৩. মীম পরিবহন (Mim Paribahan) : 01911-013694, 01734-422971

৪. কুড়িগ্রাম পরিবহন (kurigram paribahan) : 01924-469437, 01914-856826

৫. এস আর ট্রাভেলস (sr paribahan) : 01711-394801, 88-02-9033798

স্থান :

ক) কল্যাণপুর : 88-02-9033793,  01711-394801

খ) গাবতলী : 88-02-9031226

গ) মহাখালী : 01552-315831

ঘ) উত্তরা : 01711-394804

ট্রেনে যেতে হলে ঢাকার কমলাপুর রেল স্টেশন (Kamalapur Railway Station) থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন সকাল ৯ টায় ছেড়ে যায়। সপ্তাহে ছয় দিন এই ট্রেন চলে সোমবার ব্যতীত। 

কোথায় থাকবেন

রংপুর শহরে বেশ কিছু থাকার ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন আবাসিক হোটেল (Residential hotel) রয়েছে। থ্রি স্টারসহ (Three stars) বেশ কয়েকটি অত্যাধুনিক হোটেল রয়েছে। যার জন্য ভাড়া গুনতে হবে ৩০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। ভিন্ন জগৎ পার্ক (Vinnojogot Amusement Park) রয়েছে নিজস্ব থাকার ব্যবস্থা। অনেক উন্নত হোটেল এর সমমানের হোটেল রয়েছে এই পার্কে। যার ভাড়া : ১০০০-১৫০০ টাকা (প্রতিদিন)। ভিআইপি (VIP) হোটেলের ভাড়া ২০০০ টাকা (প্রতিদিন)। এখানে রাত্রি যাপন ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।

রংপুরের কয়েকটি হোটেলের যোগাযোগের নাম্বার দেওয়া হল:-

১. হোটেল গোল্ডেন টাওয়ার : 0521-65920

২. হোটেল নর্থ ভিউ : 0521-55405, 0521-55406

৩. দি পার্ক হোটেল : 0521-65920

৪. পর্যটন মোটেল : 0521-62111

৫. হোটেল কাশপিয়া : 0521-61111 

৬. হোটেল তিলোত্তমা : 0521-63482, 01718-938424

কোথায় খাবেন

খাওয়ার ব্যবস্থার জন্য রয়েছে রংপুর শহরে বিভিন্ন রকমের হোটেলে এবং রেস্টুরেন্ট। ভিন্নজগত (vinno jogot) এ রয়েছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোতেও আপনি খেতে পারবেন প্রায় সব ধরনের খাবার। ভিন্নজগতে রয়েছে বেশ কিছু পিকনিক স্পট (Picnic spot)। বিশাল দল বল নিয়ে পিকনিক করতে দর্শনার্থীরা আসেন। আরেকটি কথা, আমের সিজনে রংপুরে গেলে সেখানকার বিখ্যাত হাড়িভাঙ্গা আম খেতে ভুলবেন না কিন্তু। 

শেষকথা 

ভ্রমণ থেকে যে অভিজ্ঞতা অর্জন করবেন, পৃথিবীর আর অন্য কোন কিছু হতে সেই অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন না। ভিন্ন জগৎ (Vinnojogot Amusement Park) এমন একটি পার্ক যার মনোরম দৃশ্য এবং সৌন্দর্য আপনাকে মুক্তি দেবে যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে। ভিন্নজগত রংপুর জেলার গর্ব। কিছু সময়ের জন্য হলেও অন্য এক জগতে হারিয়ে যাবেন। এই জগতে ছোট বড় সবাইকে স্বাগতম।

শিক্ষা অর্জন করারও অনেক কিছু রয়েছে ভিন্নজগতে। উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় মনোমুগ্ধকর পরিবেশ, এই ভিন্নজগতে আপনারা অনেক অল্প খরচেই ঘুরে যেতে পারেন। এখানে পর্যটকদের জন্য রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরেকটি কথা না বললেই নয়, যেখানে সেখানে ময়লা ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। আমাদের পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সকলেরই। ধন্যবাদ

ভিন্নজগত সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর / FAQ’s

১. ভিন্ন জগতের টিকেট মূল্য কত? 

উত্তর : ভিন্ন জগতের টিকেট মূল্য ৫০ টাকা। বিশেষ কোন দিনে এর মূল্য বৃদ্ধি পেয়ে ১০০ টাকা পর্যন্ত হতে পারে। 

২. ভিন্নজগতের প্রতিটি রাইড এর মূল্য কত? 

উত্তর :  প্রতিটি রাইড এর আলাদা করে পাঁচ থেকে ত্রিশ টাকা পর্যন্ত মূল্য। জনপ্রিয় ২০ টি রাইডের টিকেট মূল্য ৩৮০ টাকা। 

৩. রংপুর কিসের জন্য বিখ্যাত?

রংপুর অঞ্চলকে তামাকের এবং হাড়িভাঙ্গা আম এর জন্য বিখ্যাত বলা হয়।

আরও পড়ুন-

নারায়ণগঞ্জের দর্শনীয় স্থান ভ্রমন

রাঙ্গামাটি দর্শনীয় স্থান ভ্রমণ

মন্তব্য করুন