ইউএস-বাংলা এয়ারলাইন্স – হলিডে প্যাকেজ

ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম ব্যক্তিগত মালিকানাধীন বেসরকারি বিমান সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় এবং ইউএস-বাংলা গ্রুপের অধীনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম ব্যাবসা প্রতিষ্ঠান।

মুলত এয়ারলাইনটি মূল ইউএস-বাংলা গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি, এটি রিয়েল এস্টেট, শিক্ষা, মিডিয়া, ইলেকট্রনিক্স এবং কনজিউমার ফুডের মতো অন্যান্য শিল্পেও যথেষ্ট বিনিয়োগ রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স শুরু থেকে যাত্রিদের গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে। যাত্রীদের ভ্রমন আরও সুন্দর ও সাচ্ছন্দ্যময় করার জন্য ইউএস-বাংলা বিভিন্ন গন্তব্যে ন্যূনতম খরচে দিচ্ছে আকর্ষণীয় হলিডে প্যাকেজ।

বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ গন্তব্য ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটে মাস্কাট, দোহা, গুয়াংজু তে সফল্ভাবে ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুনঃ

ইউএস-বাংলা হলিডে প্যাকেজ

ভ্রমণকারী বাংলাদেশি পর্যটকদের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় পর্যটকদের ভ্রমণকে আকর্ষণীয় করার জন্য কক্সবাজার হলিডে প্যাকেজ চালু করেছে। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য একসাথে উপভোগ করার জন্য কক্সবাজারে সব পাঁচ তারকা হোটেলে দুই রাত তিন দিন থাকা খাওয়া, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল- এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ বিভিন্ন সুবিধা রয়েছে এই ট্যুর প্যাকেজে।

প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট, ৯টা ৩০ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ১টা ও বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এছাড়াও প্রতিদিন কক্সবাজার থেকে সকাল ৮টা ৪৫মিনিট, ১১টা ৫ মিনিট, দুপুর ১টা ৫ মিনিট, ২টা ৩৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাতায়াত করছে।

ইউএস-বাংলা ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে বোয়িং ৭৩৭-৮০০ ও ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলায় সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও চারটি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে।

উপোভগ ক্রুন ৩ দিন ২ রাত

শুরূ হচ্ছে মাত্র ১২০০০/- থেকে / PER PERSON থেকে ১৫০০০ টাকা পর্যন্ত খরচ হবে।

প্যাকেজের মধ্যে যা থাকছে

  • সবধরনের ট্যাক্সসহ (ঢাকা-কক্সবাজার-ঢাকা) টিকিট
  • ২ রাত যাপনের অবকাশ।
  • সকালের নাস্তা/সাহরি।
  • বিমানবন্দর হোটেল-বিমানবন্দর আসা এবং যাওয়া।
  • এর সাথে পরিপূরক হিসেবে থাকছে ১ ঘন্টার জন্য সুইমিংপুল এবং ফ্রি ওয়াইফাই।

অফার সময়

২৩ মার্চ ,২০২৩ থেকে ১৮ এপ্রিল ২০২৩
এই অফারটি অন্তত ২ জনের জন্য প্রযোজ্য।
কোনোরকম অপরিবর্তনযোগ্য।
অফারটি শুধুমাত্র সিটি সেলস অফিস থেকেই নিতে হবে।

যে কোনো প্রয়োজনে আমাদের হলিডে টিমের সাথে দয়া করে যোগাযোগ করুনঃ 01777777881-883

হলিডে প্যাকেজ

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে নতুন কিছু প্যাকেজ চালু করেছে। তার মধ্যে নতুন পাকেজে সিলেটে হলিডে প্যাকেজ শুরু হয়েছে। টিকেট বুকিং এর সময় চাইলে হোটেল বুকিং (hotel booking) করে নিতে পারেন। 

পাকেজের মধ্যে যা পাবেনঃ 

৩ দিন ২ রাতের প্যাকেজ হোটেল অনুসারে ১১০০০ থেকে ২৩০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

প্যাকেজের মধ্যে যা থাকছে

  • সকালের নাস্তা
  • এয়ারপোর্ট- হোটেল-  এয়ারপোর্ট ট্রান্সপোর্ট সুবিধা
  • সুইমিংপুল ও ওয়াই ফাই সুবিধা 
  • ফিরতি টিকেট

ব্যাংকক হলিডে প্যাকেজ

ইউএস-বাংলা এয়ারলাইন্স সোম ও বুধবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন সকাল ১০টা ১০মিনিটে ঢাকা থেকে ব্যাংকক তাদের ফ্লাইট পরিচালনা করে। এছাড়া, সোম ও বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টা ২০ মিনিটে পৌঁছাবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স হলিডে প্যাকেজঃ ব্যাংকক, US-Bangla Airlines Holiday Packages: Bangkok

৩ দিন ২ রাতের প্যাকেজ হোটেল অনুসারে ৩৬০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

প্যাকেজের মধ্যে যা থাকছে

  • ফিরতি টিকেট 
  • বুফে নাস্ত
  • দুই রাত হোটেলে রাত যাপন

মালদ্বীপ হলিডে প্যাকেজ

ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩১ অক্টোবর থেকে সপ্তাহে ছয় দিন ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করবে। যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় শীতকালীন সময়সূচিতে মালদ্বীপ প্রবাসী ও পর্যটকদের ভ্রমণকে সাবলীল ও সুন্দর করার জন্য বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।  

প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপে স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতি বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট পরিচালনা করবে।

প্রতি সোম, মঙ্গল ও শনিবার মালদ্বীপের স্থানীয় সময় দুপুর ১ টা ২০ মিনিটে মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। প্রতি বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় দুপুর ১ টা ৫ মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিভিন্ন আইল্যান্ড ছাড়াও মালদ্বীপের রাজধানী মালেতে ইউনিমা গ্র্যান্ড হোটেলে নূন্যতম ৫২ হাজার ৬৯০ টাকার প্যাকেজে ঢাকা-মালে রিটার্ণ এয়ার টিকেট, এয়ারপোর্ট ট্রান্সফারসহ প্যাকেজের সকল সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। সান আইল্যান্ডের ভিলা পার্কে ফুল বোর্ড প্যাকেজ যার মধ্যে হোটেল ট্রান্সফারে রয়েছে ডমেস্টিক ফ্লাইট, ফিহালোহি আইল্যান্ড রিসোর্টে ফুলবোর্ড প্যাকেজ।

ইউএস-বাংলা এয়ারলাইন্স হলিডে প্যাকেজঃ মালদ্বীপ, US-Bangla Airlines Holiday Packages: Maldives

স্বল্প খরচে প্রতিজনের জন্য মাত্র ২৩,৯৯০ টাকায় ২ রাত ৩ দিনের ব্যাংকক ভ্রমণের প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা। ব্যাংকক ও পাতায়ায় ৪ রাত ৫ দিনের প্যাকেজ দিচ্ছে প্রতিজন মাত্র ২৯,৯০০ টাকায়। প্যাকেজ গুলোর মধ্যে রয়েছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, হোটেল, ব্যাংকক এয়ারপোর্ট-পাতায়া হোটেল-ব্যাংকক হোটেল- ব্যাংকক এয়ারপোর্ট ট্রান্সফারও সকালের নাস্তা রয়েছে প্যাকেজে। 

ব্যাংকক ও ফুকেটে ৪ রাত ৫ দিনের প্যাকেজ দিচ্ছে প্রতিজন মাত্র ৪২,৯৯০ টাকায়। এই প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, ব্যাংকক-ফুকেট-ব্যাংকক এয়ার টিকেট, হোটেল, এয়ারপোর্ট – হোটেল- এয়ারপোর্ট ট্রান্সফার ও সকালের নাস্তা। এছাড়া ব্যাংকক ও কারাবি এবং ব্যাংকক ও কোহ সামুই ভ্রমণে আকর্ষণীয় প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কলকাতা হলিডে প্যাকেজ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স দুইটি করে ঢাকা – কলকাতা ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কলকাতা ভ্রমণকে আরও সহজ করতে ইউএস বাংলা আকর্ষণীও প্যাকেজ ঘোষণা করেছে। 

প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় এবং কলকাতা থেকে স্থানীয় বেলা ১১টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে যথাক্রমে দুপুর ২টায় এবং রাত ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতিজনে খরচ পড়বে ১৮ হাজার ৬৪০ টাকা এবং এই অফারটি দুইজনের প্যাকেজে পাওয়া যাবে।

প্যাকেজে যা থাকছে

  • ঢাকা- কলকাতা – ঢাকা ফিরতি টিকেট
  • দুই দিন থাকার বাবস্থা
  • বুফে সকালের নাস্তা

অন্যান্য প্যাকেজ হলিডে প্যাকেজ

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও গেনটিং হাইল্যান্ডে ঘুরে আপ্যাকেজে অন্তর্ভুক্ত সুবিধাগুলো হচ্ছে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারসহ ব্রেকফাস্ট সুবিধা রয়েছে। সার জন্য কম খরচে প্যাকেজ সুবিধা দিচ্ছে ইউএস বাংলা। ২ রাত ৩ দিনের জন্য খরচ পড়বে ২৬০০০ টাকার মত। প্যাকেজে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, ব্রেকফাস্টসহ অন্যান্য সুবিধা রয়েছে। 

কুয়ালালামপুর ও গেনটিং হাইল্যান্ডে ৩রাত ৪দিনের জন্য হলিডে প্যাকেজ রয়েছে, থাকতে ৩১০০০ টাকার মত খরচ পড়বে। এছারাও  ২ রাত কুয়ালালামপুর ও ১ রাত গেনটিং এ রাত্রিযাপন, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-গেনটিং-কুয়লালামপুর-এয়ারপোর্ট ট্রান্সফার, ক্যাবল কার, ব্রেকফাস্টসহ হাফ ডে সিটি ট্যুর এর অফার রয়েছে এই প্যাকেজে। 

কুয়ালালামপুর ও লাংকাউই একজনের জন্য মাত্র ৪২,৯৯০ টাকায় ৪ রাত ৫ দিন হলিডে প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। ৩ রাত কুয়ালালামপুর ও ১ রাত লাংকাউই এ রাত্রিযাপন, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-কুয়লালামপুর-এয়ারপোর্ট ট্রান্সফার, কুয়ালালামপুর-লাংকাউই-কুয়ালালামপুর এয়ারটিকেট, ক্যাবল কার, ব্রেকফাস্টসহ হাফ ডে সিটি ট্যুরসহ খরচ উল্লেখিত রয়েছে এই প্যাকেজে।

ইউএস বাংলা এয়ারলাইন্স সিঙ্গাপুরের জন্য নতুন প্যাকেজ চালু করেছে। ৩রাত ৪দিনের হলিডে প্যাকেজে খরচ পড়বে ৩৭০০০ টাকার মত। প্যাকেজে সুবিধাগুলো হচ্ছে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারসহ ব্রেকফাস্ট।

পরিশেষ কথা

ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশে তার বিনিয়োগের পরিধি আরও বিস্তৃত করেছে। এখন বাংলাদেশ থেকেই বিশ্বের যেকোনো জায়গা ভ্রমণ করতে পারব কোন ঝামেলা ছাড়াই। বাংলাদেশেও এখন বিশ্বমানের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার সক্ষমতা রয়েছে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্পর্কিত প্রশ্ন – উত্তর /  FAQ 

১। ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট কি অনলাইন এ পাওয়া যাই?

উত্তরঃ হ্যাঁ, প্রতিটি টিকেট অনলাইনে পাওয়া যাই।

২। টিকিট এ কোন রিফান্ড (refund) এর বাবস্থা আছে?

উত্তরঃ অবস্থা অনুযায়ী নির্দিষ্ট সময়ে টিকিটে  রিফান্ড দেয়া হয়। 

৩। হলিডে প্যাকেজ (holiday package) কি সব সময় থাকে?

উত্তরঃ না, হলিডে প্যাকেজগুলো সময় মোতাবেক পরিবর্তন হয়। 

আরও পড়ুনঃ-

“ইউএস-বাংলা এয়ারলাইন্স – হলিডে প্যাকেজ”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন