রাতারগুল রিসোর্ট ভ্রমণ ও খরচসহ সকল তথ্য

রাতারগুল রিসোর্ট

রাতারগুল হলিডে হোম বা রাতারগুল রিসোর্ট বাংলাদেশের সিলেট জেলার রাতারগুল সোয়াম্প ফরেস্টের খুব কাছে অবস্থিত একটি পর্যটনস্থান। এটি সোয়াম্প ফরেস্টে থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে অবস্থিত। রাতারগুল রিসোর্ট এর প্রতিটি রুমের সাথে সম্পূর্ণ আধুনিক সুবিধাযুক্ত ওয়াশরুমের সহিত একটি ভিলা সহ, ৫টি এসি রুম রয়েছে।

এখানে আপনি নিজস্ব রেস্টুরেন্টে আকর্ষণীয় খাবার উপভোগ করতে পারবেন, যা সহজলভ্য এবং মাঝেমধ্যে হাতের নাগালেই থাকে। রাতারগুল ফরেস্টে কায়াকিং অথবা বিছানাকান্দি থেকে নৌযাত্রার সুবিধা পাওয়া যায়। আপনার ভ্রমণ অভিজ্ঞতার জন্য, রাতারগুল রিসোর্ট এর নিজস্ব কায়াক ও পরিচিত মাঝির সাহায্যে রাতারগুল রিসোর্ট থেকে বিছানাকান্দি পর্যন্ত নৌযাত্রার আয়োজন করতে পারেন।

এছাড়াও, খাদিমনগর ন্যাশনাল পার্ক, চা-বাগান সহ সিলেটের আকর্ষণীয় সব পর্যটন স্থান দেখতে পারবেন। ফ্যামিলি আউটিং থেকে শুরু করে পিকনিক, পার্টি, অফিস প্রোগ্রাম বা শুটিং – সব ধরনের উদ্যোগের জন্য রাতারগুল রিসোর্ট একটি আকর্ষণীয় স্থান। একটি পুরো ভিলা প্রাইভেটভাবে নিয়ে নিতে চাইলে, খরচ পড়বে মাত্র ৩০০০০ টাকা।

রিসোর্টের রুম ও সুইটস

রাতারগুল রিসোর্ট এ বুকিং দিতে চাইলে আপনি ছয় ধরনের রুম বুকিং দিতে পারবেন। রুমের ক্যাটাগরি, কতজন রুমে থাকতে পারবেন, ভাড়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল।

১। সম্পূর্ণ ভিলা

৫টি এসি রুমের সাথে ৪টি লাগোয়া বারান্দা, ৪টি ট্যারেস ও এট্যাচ বাথরুম। ভাড়া পড়বে ৩০০০০ টাকা, সাথে ১৫% ভ্যাট। থাকতে পারবে ১২ জন, সর্বোচ্চ ১৮ জন থাকতে হলে ৫০০ টাকা অতিরিক্ত ম্যাট্রেস চার্জ দিতে হবে। 

রাতারগুল রিসোর্ট
রাতারগুল রিসোর্ট

২। নিহারিকা (তৃতীয় তলা) 

১ টি ডাবল বেড, ১ টি ব্যালকনি এবং একটি ট্যারেস রয়েছে। ভাড়া পড়বে ৬০০০ টাকা + ১৫% ভ্যাট, থাকতে পারবে ৪ জন। 

৩। কদম (দ্বিতীয় তলা)

১টি ডাবল বেড, ১টি এট্যাচ ব্যালকনি। ভাড়া পড়বে ৫০০০ টাকা + ১৫% ভ্যাট। থাকতে পারবে ২ জন।

৪। হিজল (দ্বিতীয় তলা)

২টি সিঙ্গেল বেড, ১টি এট্যাচ ব্যালকনি। ভাড়া ৪০০০ টাকা + ১৫% ভ্যাট। থাকতে পারবে ২ জন।

৫। তমাল (দ্বিতীয় তলা)

২টি সিঙ্গেল বেড, ১টি ব্যালকনি। ভাড়া ৪০০০ টাকা + ১৫% ভ্যাট। থাকতে পারবে ২ জন।

৬। জোনাকি (নিচ তলা)

১টি ডাবল বেড, ১টি এট্যাচ ব্যালকনি। ভাড়া পড়বে ৫০০০ টাকা + ১৫% ভ্যাট। থাকতে পারবে ২ জন।

রিসোর্টের সুযোগ সুবিধা

১। ভিলা প্রাইভেট নেয়ার সুবিধা

২। প্রতিটি রুম আলাদাভাবে বুকিং নেয়ার সুবিধা

৩। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট

৪। নিজস্ব রেস্টুরেন্ট, বারবিকিউ

৫। বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড

৬। লেকে বোট চালানোর ব্যাবস্থা\

৭। রাতারগুল ফরেস্টে কায়াকিং করার ব্যবস্থা

৮। বন্ধু, ফ্যামিলি আউটিং, পিকনিক, পার্টি, অফিসিয়াল প্রোগ্রাম অথবা শুটিং সব কিছুই সম্ভব রাতারগুল হলিডে হোমে।

রিসোর্টে যাওয়ার উপায়

রাতারগুল রিসোর্ট সিলেট এয়ারপোর্ট থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গোয়াইনঘাট এর মহিশখের গ্রামে অবস্থিত। সিলেট এয়ারপোর্ট থেকে সিএনজি কিংবা ট্যাক্সি নিয়ে খুব সহজেই আপনি পৌছে যেতে পারবেন। এছাড়া সিলেট বাস স্ট্যান্ড থেকে যেতে চাইলে ১ ঘন্টা সময় লাগবে।

রাতারগুল রিসোর্ট বুকিং ও যোগাযোগ 

বুকিং এবং বিস্তারিত তথ্য জানতে কল করুন : 01810 011 141

ওয়েবসাইট | ফেইসবুক পেইজ

মন্তব্য করুন