পলওয়েল পার্ক, রাঙ্গামাটি

পলওয়েল পার্ক

তথ্য প্রযুক্তির যুগে আধুনিকতার ছোঁয়ায় সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান দখল করে নিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের পাশ ঘেঁসে তৈরি পলওয়েল পার্ক (polwel park rangamati)। পাহাড়িয়া আদিবাসীদের সাথে জীবনের কিছু স্মৃতি জড়িয়ে রাখতে চলে আসতে পারেন রাঙ্গামাটির আকর্ষণীয়, দর্শনীয়, সৌন্দর্যে পরিপূর্ণ একটি স্থান পলওয়েল পার্কে।

আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন,  রাঙ্গামাটির (Rangamati) পলওয়েল পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য। পলওয়েল পার্কের যাবতীয় সব তথ্য প্রবেশ ফি, রাইডার ফি সব ধরনের ফি সহ অন্যান্য উপভোগ্যকর সব দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

পলওয়েল পার্কে প্রবেশের পরে প্রথমেই আপনার চোখে পড়বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনীয় ও বিক্রয় কেন্দ্র। যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের আদিবাসীদের হাতে বোনা কাপড় সহ স্যুভেনির।

পাহাড়ি মানুষদের স্বাভাবিক জীবন যাপন, সহজ সরলতার সহীত চলাফেরা, সাধারণ জীবন কাটানো বাস্তব কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন রাঙ্গামাটি পার্বত্য জেলায় কিছুদিন ঘুরে আসলে। সাথে পলওয়েল পার্কের সৌন্দর্য, সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। রাঙ্গামাটির রাস্তাঘাট, গাছ-গাছালি,বাগান, পাহাড়, পর্বত, ঝুলন্ত ব্রিজ এই সব কিছুর মধ্যে রাঙ্গামাটির পলওয়েল পার্ক যেন কাল্পনিক এক দৃশ্য জুড়ে আবহমান রয়েছে।

আরও পড়ুনঃ শরীয়তপুরের দর্শনীয় স্থান

পলওয়েল পার্কের প্রবেশ ফি 

রাঙ্গামাটির সবুজ প্রকৃতির চিত্র, উপভোগ্যকর দর্শনীয় পলওয়েল পার্ক (polwel resort) তার ভিতর অভিনব নির্মাণ শৈলী, বৈচিত্রময় ল্যান্ডস্কেপ যেন অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে পলওয়েল পার্ক এর ভিতরকে। এ পার্কের সৌন্দর্য এবং বাচ্চাদের রাইডগুলো বাচ্চাদেরকে বেশি আকর্ষণময় করে তোলে।

বিনোদনের জন্য এবং কিছুটা মুহূর্ত আনন্দের সহিত কাটানোর জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে পলওয়েল পার্কে। প্রবেশ পথের পাশেই মুখোস আকৃতির টিকিট কাউন্টার রয়েছে। সেখান থেকেই আপনি টিকেট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। 

  • রাঙ্গামাটির পলওয়েল পার্কের প্রবেশ ফি জনপ্রতি ৩০ টাকা, 
  • পার্কের ভিতরে সুইমিং পুলের প্রবেশ ফি ২০০ টাকা
  • এবং বিভিন্ন রাইডের ফি ৩০-৪০ টাকা। 
  • ৫ বছরের কম বয়সী বাচ্চাদের টিকেট লাগবে না। 

তাছাড়াও পলওয়েল পার্ক (polwel resort) এ কটেজ ভাড়াও নিতে পারবেন। কটেজ ভাড়া নিতে খরচ পড়বে আপনার ৮,০০০ টাকা। তবে বছরের বিভিন্ন সময় কটেজ বুকিং এ বিভিন্ন হারে ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়। পলওয়েল পার্ক (polwel resort) রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। বিনোদনের সাথে সাথে প্রিয়জনের সাথে পাহাড়ি কিছু স্মৃতিময় মুহূর্ত কাটাতে পারেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুবই আনন্দময় একটি জায়গা সাথে বিভিন্ন রকমের রাইড এর ব্যবস্থাও রয়েছে। 

কটেজ ভাড়ার সুবিধা 

পলওয়েল পার্কটি ঘুরে দেখা এক দিনে শেষ হবার নয়, ভালো করে মনোমুগ্ধকর পরিবেশটি উপভোগ করতে হলে ২-৩ দিনের ছুটি তো আবশ্যক। কোথায় থাকবেন তা নিয়ে চিন্তার কোন বিষয় নেই, থাকার জন্য রয়েছে বেশ কিছু কটেজ এবং তার সাথে কটেজের সুবিধাগুলো।

  • ফ্রি সুইমিংপুল ব্যবহারের সুবিধা 
  • ফ্রি ওয়াইফাই / ফ্রি ইন্টারনেট 
  • সকালের নাস্তা 
  • গাড়ি পার্কিং 
  • ফ্রি এন্ট্রি 
  • নিরাপত্তার ব্যবস্থা 
  • এসি সুবিধা 

রাঙ্গামাটি পলওয়েল পার্কে (polwel resort) কটেজ বুকিং করতে অথবা যাওয়ার আগে কর্তৃপক্ষের সাথে অবশ্যই যোগাযোগ করে যাবেন। 

  • ঠিকানা : ডিসি বাংলো রোড, রাঙ্গামাটি। 
  • যোগাযোগের নাম্বার : 01837-335595
  • ফেসবুক : www.fb.com/Polwelpark.

কিভাবে যাবেন 

ঢাকা থেকে রাঙ্গামাটিগামী অসংখ্য বাস রয়েছে, এসি, নন এসি। এই সকল বাস সকাল ৮-৯ টা থেকে রাত ৯-১১টা এর মধ্যে ঢাকা থেকে ছাড়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে। শ্যামলী, বিআরটিসি এগুলোর ভাড়া পড়বে, এসি বাসের ৭০০-৯০০ টাকা মধ্যে এবং নন এসির ৬০০ বা ৬৫০ এর মধ্যে। 

রাঙামাটি রিজার্ভ বাজার থেকে ডিসি বাংলো বা পলওয়েল পার্কের দূরত্ব ১ কিলোমিটার। রিজার্ভ বাজার থেকে পলওয়েল পার্কের (polwel park) সিএনজি ভাড়া পড়বে ৫০ টাকা, এবং রাঙ্গামাটির বনরূপা থেকে পলওয়েল পার্কে আসতে সিএনজি ভাড়া পড়বে ১০০ টাকা। বনরুপা থেকে পলওয়েল পার্কের (polwel resort) দূরত্ব ৩ কিলোমিটার।

আরও পড়ুনঃ টাংগুয়ার হাওর, সুনামগঞ্জ

কোথায় থাকবেন 

পলওয়েল পার্ক (polwel park rangamati) এর একদম লেকের পাশে গা ঘেঁষে রয়েছে বেশ কয়েকটি কটেজ এবং আকর্ষণীয় সুইমিংপুল (swimming pool) । রাঙ্গামাটির অন্যতম সুন্দর ভিউ রয়েছে এই কটেজগুলোর মধ্যে। এখানকার ফ্যামিলি কটেজ গুলোর ভাড়া পড়বে ৮,০০০ টাকা, হানিমুন কটেজের ভাড়া পড়বে ৬,০০০ টাকা এবং ভিআইপি কটেজের ভাড়া নির্ধারিত হয়েছে ১০,০০০ টাকা প্রতিরাতে।

তাছাড়াও রয়েছে পুলিশ বাহিনীতে কর্মরত পুলিশ থেকে অন্যান্য সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য কটেজে রয়েছে ২০% ছাড়। ইন্সপেক্টর থেকে তদুর্ধ কর্মকর্তা এবং তাদের পরিবারের জন্য কটেজে রয়েছে ৪০% ছাড়।

রাত্রে যাপনের জন্য পলওয়েল পার্কে (polwel park rangamati) কটেজ বুকিং করে নিতে পারেন অথবা পার্কে কটেজে না থেকে আপনি যদি বাইরে থাকতে চান তাহলে রাঙ্গামাটির শহরে বিভিন্ন আবাসিক হোটেল। রাঙ্গামাটির (Rangamati) শহরে পুরাতন বাসস্ট্যান্ড অথবা রিজার্ভ বাজার এলাকায় বিভিন্ন মানের বেশ কিছু আবাসিক হোটেল (hotel) রয়েছে,

যেমন হোটেল গ্রিন ক্যাসেল, রংধনু গেস্ট হাউস, পর্যটন মোটেল (motel), হোটেল আল মোবা, হোটেল সুফিয়াসহ আর বিভিন্ন ধরনের আবাসিক হোটেল। হোটেলগুলোর ভাড়াও খুব একটা বেশি নয়। ভাড়া পড়বে প্রায় ৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যেই। 

তার চেয়েও কম দামের ও কিছু হোটেল রয়েছে, সৈকত, শাপলা, ডিগনিটি, সমতা ইত্যাদি। এগুলোর ভাড়া পড়বে সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ টাকার মধ্যে। তাছাড়াও পর্যটনের রয়েছে নিজস্ব মোটেল। এগুলোর ভাড়া ১,২০০ থেকে ২,৫০০ এর মধ্যে। রয়েছে ছোট ছোট আরো কিছু কটেজ, এ গুলোর ভাড়া পড়বে ৩,০০০-৫,০০০ এর মধ্যে। 

কোথায় খাবেন

পলওয়েল পার্কে (polwel park rangamati) রয়েছে রেস্টুরেন্ট ও ভালো মানের ক্যাফের সুব্যবস্থা। পার্কের ভিতর ছাড়াও রাঙ্গামাটি শহরের মধ্যে বিভিন্ন মানের খাবারের হোটেল ও উন্নতমানের রেস্টুরেন্ট রয়েছে। আপনার সাধ্য অনুযায়ী যেকোন রেস্টুরেন্টে প্রতিবেলার খাবার পেয়ে যাবেন তার সাথে সাথে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও টেস্ট করে দেখতে পারবেন।

পলওয়েল পার্ক এর দর্শনীয় স্থান 

পলওয়েল পার্কের ভিতরে হানি সুইং, প্যাডেল বুট, মিনি ট্রেন, মেরি গো রাউন্ড সহ ইত্যাদি এই আকর্ষণীয় রাইড ছাড়া ও পার্কের মধ্যে রয়েছে ভুতুড়ে পাহাড়ের গুহা, কলসি ঝর্ণা, পাহাড়ি কৃত্রিম ঝরনা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প, লেক ভিউ পয়েন্ট, লাভলক পয়েন্ট, হিল ভিউ পয়েন্ট সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থাপনা।

পলওয়েল পার্কে (polwel resort) এসে যে শুধু পার্কের সৌন্দর্যই উপভোগ করবেন তা কিন্তু নয়। রাঙ্গামাটির অন্যান্য সব সৌন্দর্য উপভোগ করতে পলওয়েল পার্কের আশেপাশে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান।

যেমন :কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকোপার্ক, ঝুম রেস্তোরাঁ, উপজাতীয় জাদুঘর, টুকটুক ইকো ভিলেজ, নির্বানপুর বন ভাবনা কেন্দ্র, ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়ী, রাজবন বিহার, চিৎ মরম গ্রাম ও টাওয়ার, পেদা টিং টিং, নৌবাহিনীর পিকনিক স্পট, উপজাতীয় টেক্সটাইল মার্কেট, ফুরমোন পাহাড়, ঝুলন্ত ব্রিজ, সাজেক ভ্যালি সহ আরও বিভিন্ন দর্শনীয় স্থান। 

শেষকথা

নান্দনিকতার ছোঁয়ায় অভিনব নির্মাণ শৈলী রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র পলওয়েল পার্ক (polwel park)। মনোরম পরিবেশে আকর্ষণীয় স্মৃতিময় কিছু সময় কাটাতে রাঙ্গামাটির পলওয়েল পার্কটি (polwel resort) অন্যতম একটি জায়গা। পার্কের ভিতরে বিভিন্ন ধরনের রাইড আরো বেশি আকর্ষণময়ী। বাচ্চাদের জন্য খুবই আনন্দপূর্ণ, আকর্ষণীয় একটি স্থান। কর্মব্যস্ততার সময় থেকে কিছু দিনের ছুটি নিয়ে অবশ্যই স্থানটি ভ্রমন করে আসবেন। 

আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে পলওয়েল পার্কের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি পুরো পোস্টটি পড়ে কিছুটা হলেও আপনি উপকৃত হয়েছেন। পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন, যাতায়াতের সময় অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ। 

পলওয়েল পার্ক সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর / FAQ’s

১. পলওয়েল পার্ক এর প্রবেশ ফি কত? 

উত্তর :- পলওয়েল পার্ক এর প্রবেশ ফি জনপ্রতি ৩০ টাকা এবং ৫ বছর বয়সের নিচে বাচ্চাদের জন্য প্রবেশ ফি ফ্রি।

২. পলওয়েল পার্ক কোথায় অবস্থিত?

উত্তর:- রাঙ্গামাটি, রাঙ্গামাটি জেলা পুলিশের ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের গা ঘেঁষে তৈরিকৃত হয়েছে পলওয়েল পার্ক। 

আরও পড়ুন-

গাজীপুরের সেরা ১০ টি রিসোর্ট এর সকল তথ্য

ভিন্ন জগৎ, রংপুর

মন্তব্য করুন