ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা

ম্যাজিক প্যারাডাইস

কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় এমিউজমেন্ট পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক (magic paradise)। যা কুমিল্লা জেলার বিনোদনের প্রাণকেন্দ্র। কুমিল্লা জেলার কোটবাড়ি (kotbari) এলাকায় অবস্থিত এই প্যারাডাইস পার্ক। কুমিল্লা শহর থেকে দূরত্ব মাত্র ১০.৭ কিলোমিটার।

শহরের কর্মব্যস্ততার সময় থেকে নিজেকে একটু স্বস্তি দিতে ঘুরে আসতে পারেন বিনোদনের কেন্দ্র কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে। বিশ্বের বিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ডের (theme park Disneyland) আদলে নির্মিত করা হয়েছে পার্ক এর মূল ফটকটি। 

আমাদের আজকে আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, প্যারাডাইস পার্ক (magic Paradise Par) সম্পর্কে বিস্তারিত তথ্য। ম্যাজিক প্যারাডাইস পার্ক এর সুবিধা-অসুবিধা, পার্কে কি কি থাকছে, টিকেটের মূল্য যাবতীয় সব তথ্য জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

আরও পড়ুনঃ ইনানী বিচ কক্সবাজার

 

ম্যাজিক প্যারাডাইস পার্কে যা রয়েছে 

বাচ্চাদের বিনোদনের জন্য সুবিশাল আয়োজন করা হয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্কে (magic paradise)। অবসর সময় বা শরীরের ক্লান্তি দূর করার জন্য দারুন উপভোগ্যকর একটি স্থান কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক (Magic Paradise Park) বিশেষ করে বাচ্চাদের খুবই আনন্দিত করবে এখানকার ডাইনোসরের পার্ক। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে ডাইনোসরের সব ভাব মূর্তিগুলো। দর্শনার্থীদের মধ্যে যেকোনো বাচ্চাই খুব সহজেই মনে করবে তারা ডাইনোসরের রাজ্যে চলে আসছে। 

  • ২০টিরও অধিক বিভিন্ন ধরনের রাইড। 
  • ওয়াটার পার্ক, যেখানে আছে বিশাল সুইমিং পুল, স্লাইডারসহ বিভিন্ন ওয়াটার রাইডস।
  • সুবিশাল নাগরদোলা 
  • ডাইনোসর পার্ক 
  • বিদেশি কার্টুন ডিজনিকের আদলে প্যারাডাইস পার্ক এর বিশাল আকর্ষণীয় ফটক।
  • বাম্পার কার, টয় ট্রেন সহ, রোলার কোস্টার সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড। 

দাবি করা হয় এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েব পুল রয়েছে। যেখানে আপনি দেখতে পাবেন কৃত্রিম ডাইনোসর, সেন্সর লাগানোর কারণে এগুলো মুভ করতে পারে। সাউন্ড সিস্টেম থাকার কারণে এগুলোর গর্জন শুনে মনে হয় একেবারে জীবন্ত ডাইনোসর। 

ম্যাজিক প্যারাডাইস টিকেট খরচ  

ঢাকার আশেপাশের সব বিনোদন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম ম্যাজিক প্যারাডাইস (magic paradise)। কুমিল্লার কোটবাড়ী এলাকায় অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি পুরো দেশবাসীর কাছে বিনোদনের ক্ষেত্রে খুবই পরিচিত একটি স্থান। পার্কের গেইট দিয়ে প্রবেশ করার পরই হাতের ডানে ছোট পাহাড়ের উপর বিশাল আকর্ষণ ওয়াটার পার্ক। পার্কে প্রবেশের জন্য রয়েছে এন্ট্রি ফি এবং ভিতরের বিভিন্ন রাইডের জন্যও রয়েছে আলাদা ফি। 

  • পার্কের এন্ট্রি ফি ২০০ টাকা।
  • ওয়াটার পুল ৩০০ টাকা।
  • পার্কের ভিতরের সকল রাইড ৫০-১৫০ টাকার মধ্যে। 
  • এছাড়াও রয়েছে প্যাকেজ সিস্টেম। 
  • বাচ্চাদের প্রবেশের জন্য কোন টিকেট লাগবে না,(যারা ৩.৫ ফুটের কম উচ্চতার তাদের)।

আপনি চাইলে প্রবেশের সময় আপনার পছন্দ অনুযায়ী যেকোনো প্যাকেজ নিয়ে পার্কের (Magic Paradise Park) রাইড উপভোগ করতে পারবেন। ম্যাজিক প্যারাডাইস প্রতিদিনই খোলা থাকে, সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত।

ম্যাজিক প্যারাডাইস কিভাবে যাবেন 

ঢাকা থেকে কুমিল্লা আসার জন্য রয়েছে, এশিয়া ট্রান্সপোর্ট, তিশা প্লাস, এশিয়া এয়ারকন সহ বিভিন্ন ধরনের বাস/গাড়ি। যাতায়াতের জন্য এগুলো ভাড়া পড়বে প্রায় ২৫০-৩০০ টাকার মধ্যে, এসি-নন এসি দুটিই রয়েছে। তবে নন এসির ক্ষেত্রে ভাড়া কিছুটা কম হতে পারে।

ঢাকা থেকে বাসগুলোর মাধ্যমে এসে আপনি নেমে যাবেন কোটবাড়ি বিশ্বরোড। কোটবাড়ি বিশ্ব রোড থেকে সিএনজি করে কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্কে (comilla magic paradise) পৌঁছে যেতে পারবেন। সিএনজি করে জন প্রতি ভাড়া পড়বে ২৫ থেকে ৩০ টাকা। 

অথবা অটোরিকশা করেও পৌঁছে যেতে পারবেন সহজে প্যারাডাইস পার্কে। কোটবাড়ি বিশ্ব রোড থেকে সিএনজি করে প্যারাডাইস পার্কে (comilla magic paradise) পৌঁছাতে সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট। আপনি চাইলে কুমিল্লা শহর থেকে সিএনজি রিজার্ভ করেও পৌঁছে যেতে পারবেন পার্কে। ভাড়া পড়বে ২৫০-৩০০ টাকা। ব্যাটারি চালিত অটোরিকশাতে ভাড়া আসবে ২২০ টাকা। 

এছাড়াও রয়েছে ট্রেনে যাতায়াতের সুবিধা, চট্টগ্রামগামী সকল ট্রেন কুমিল্লা স্টেশনে এসে থামে, (সুবর্ণা এবং সোনার বাংলা ছাড়া)। ট্রেনের ক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি ১০০ থেকে ৩০০ টাকা।

আরও পড়ুনঃ সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের সকল তথ্য

কোথায় থাকবেন 

ম্যাজিক প্যারাডাইস পার্কে অথবা আশেপাশে দর্শনীয় স্থানে সারাদিন ঘুরাঘুরির পরে, রাত্রিযাপন করার জন্য অবশ্যই নির্দিষ্ট একটি জায়গার প্রয়োজন। রাত্রিযাপন করার জন্য অথবা এক দুই দিন থেকে প্যারাডাইস পার্ক (magic paradise) উপভোগ করার জন্য থাকতে পারবেন নবাব প্যালেস রিসোর্টে। যেখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ২০টিরও লাক্সারিয়াস রুম। 

কোথায় খাবেন

ম্যাজিক প্যারাডাইস পার্ক (magic paradise) এর ভিতরে খাবার নিয়ে যাওয়া নিষেধ। পার্কের ভিতর রয়েছে কিছু খাবারের দোকান এবং রেস্টুরেন্ট। সেখান থেকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী খাবার বেছে নিতে পারবেন। খাবারের বিল হবে ২০০ থেকে ৩০০ টাকার ভিতরে। এছাড়াও রয়েছে খাবারের উপরে বিভিন্ন ধরনের প্যাকেজ। 

শেষকথা

কোটবাড়ির বনের মধ্যে সবুজ প্রকৃতির আর কৃত্রিমের ছোঁয়ায় গড়ে ওঠা ম্যাজিক প্যারাডাইস পার্ক (Magic Paradise Park)। এ পার্কের পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে ছুটে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে নানান দর্শনার্থী। পিকনিকের জন্য অনেকে তাদের পছন্দের তালিকায় বেছে নেন কোটবাড়ি বনের সবুজ প্রকৃতিতে ঘেরা পার্কটিকে।

তবে অবশ্যই যেকোনো ভ্রমনীয়  জায়গায় সতর্কতার সহিত চলাফেরা করবেন আপনার প্রয়োজনীয় ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ফোন খেয়াল করে রাখবেন। অবশ্যই যাওয়ার আগে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাবেন। যোগাযোগের নাম্বার : 01714-130945, 01714-130946।

আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারলেন ম্যাজিক প্যারাডাইস পার্ক সম্পর্কে সব তথ্য। আমাদের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। 

 

আরও পড়ুন-

কুয়াকাটা সমুদ্র সৈকত : সমুদ্র কন্যা, পটুয়াখালী

খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান

মন্তব্য করুন