কুমিরা ঘাট, চট্রগ্রাম

কুমিরা ঘাট

চট্টগ্রাম বন্দর নগরীর অন্যতম হচ্ছে সৌন্দর্য কুমিরা ঘাট। এই ঘাটের অবস্থান চট্টগ্রামের সীতাকুন্ডে। কুমিরা ঘাট মুলত একটি সমুদ্রপাড়। চট্টগ্রামের কুমিরা ঘাট জায়গাটি যেন দৃশ্যের মত সুন্দর। এর সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে যায় পড়ন্ত বিকেলে। এটি মূলত পারাপারের ঘাট, যেখানে রয়েছে বিশাল দৈর্ঘ্যের একটি ব্রিজ।

সমুদ্রের মাঝখানে এই বিশাল ব্রিজটি যেন এক অন্যরকম সৌন্দর্য। কুমিরা ঘাটের পরিবেশ এতটাই মনোরম যে যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি এইখানে এসেই শেষ হয়ে যায়। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে শীতল হাওয়া সবমিলিয়ে এই পরিবেশটি আপনাকে দিবে অন্যরকম এক প্রশান্তি। 

চট্টগ্রাম বন্দরের এই ঘাট নিয়ে যত লিখব ততকম হবে। কেননা এটি নিজ চোখে দেখে উপভোগ করার মত এক আশ্চর্যজনক জায়গা। যদি আপনি মাঝ সমুদ্র থেকে ঘুরে আসতে চান তবে ব্রিজের শেষ মাথায় বোট পাওয়া যায়। সেই বোটে চড়ে আপনি মাঝ সমুদ্র পর্যন্ত ঘুরে আসতে পারবেন অনায়াসেই।

বোটে চড়ে মাঝ সমুদ্রে গেলে আপনি খুব কাছে থেকেই সমুদ্রে থাকা ফিশিং জাহাজগুলো দেখতে পারবেন। আর যদি আপনি সমুদ্রের মাঝ দিয়ে হাটতে চান তবে আপনাকে ঘাটে যেতে হবে জোয়ারের সময়। জোয়ারের সময় সমুদ্রের পানি ঘাটের ব্রিজ পর্যন্ত উঠে আসে তখন ব্রিজের উপর দিয়ে হেটে গেলে মনে হয় যেন সমুদ্রের মাঝ দিয়ে হেটে যাচ্ছি।

আরও পড়ুনঃ নন্দন পার্ক (নবীনগর, সাভার-ঢাকা)

কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ যাবো কিভাবে

চট্টগ্রামের সন্দ্বীপ যাওয়ার জন্য মানুষ কুমিরা ঘাটের পথটাকেই বেশিরভাগ সময় বেছে নেয়। কেননা অদ্ভুত এই সৌন্দর্য দেখতে দেখতে এবং চারপাশের মনোরম শীতল হাওয়া উপভোগ করতে করতে নিজ গন্তব্যে পৌঁছানো যায়। ঘাট থেকে স্পিডবোটে চড়ে সন্দ্বীপ চ্যানেল পার হয়ে পৌঁছে যেতে পারবেন সন্দ্বীপে। আর সময় লাগবে মাত্র ত্রিশ মিনিট। 

আরও পড়ুনঃ তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ

সন্ধ্যার কুমিরা ঘাট

দিনের বেলায় এই ঘাট থাকে এক অদ্ভুত ব্যস্ত। জেলেদের মাছ ধরা, ফিশিং বোটের ব্যস্ততা, সমুদ্রের ঢেউ- এর চাঞ্চল্যতা, ফেরি পারাপারের ব্যস্ততম শব্দ এইসবকিছু নিয়ে দিনের বেলায় ঘাট এক ব্যস্ততম সময় পার করে। কিন্তু সন্ধ্যে নামতে নামতে এই সৌন্দর্য যেন আরেক রূপ নেয়।

সন্ধ্যে নামতে নামতে ব্যস্ততা একটু কমে আসতে থাকে। চারপাশের পরিবেশ একটু স্বস্তির নিশ্বাস ছাড়তে থাকে। সন্ধ্যেবেলায় শীপ ইয়াডের সোডিয়াম লাইট গুলো জ্বালানো হয়।  রাতের ব্যস্ততা হয় অন্যরকম। সেই ব্যস্ততায় থাকে অন্যরকম স্বস্তি।

কুমিরা ঘাটে কি দেখতে পারবেন

কুমিরা ঘাট এর সৌন্দর্য দেখতে আসলে আপনি তার পাশাপাশি চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাইয় ঘুরে যেতে পারবেন। সীতাকুন্ডের ইকোপার্ক, বাশবাড়িয়া, চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী বীচ, নাপিত্তাছড়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা, কুমিরা সন্দ্বীপ ফেরী ঘাট এসব জায়গায় ঘুরে আসতে পারেন। 

কিভাবে যাবেন

চট্টগ্রাম থেকে কুমিরা ঘাট

চট্টগ্রাম থেকে কুমিরা ঘাট আসতে হলে চট্টগ্রামের অলংকার মোড়, কদমতলী এবং এ.কে খান থেকে ফেনী যাওয়ার বাসে করে আসতে পারেন। তাছাড়া আপনি যদি বাসে চড়ে যেতে না চান তবে আপনি, সিএনজি এবং প্রাইভেট কারে করেও ঘাট যেতে পারবেন। 

ঢাকা থেকে কুমিরা ঘাট

ঢাকা থেকে কুমিরা ঘাট যেতে আপনাকে প্রথমে চট্টগ্রাম যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোন বাসে চড়ে আপনি চট্টগ্রামের সীতাকুন্ডে নেমে যাবেন। যেহেতু ঢাকা থেকে ঘাটের কোন বাস নেই। তাই আগে থেকে বাসের সুপারভাইজারকে জানিয়ে রাখতে হবে যে সীতাকুন্ডের কুমিরাতে নামবেন।

আরও পড়ুনঃ বজরা শাহী মসজিদ নোয়াখালী

কোথায় থাকবেন

সত্যি বলতে কুমিরা ঘাটে থাকার মতো তেমন কোন ভালো ব্যবস্থা নেই। আপনি চাইলে এখানে থ্রি-স্টার হোটেলগুলোতে থাকতে পারেন। তবে অবশ্যই এসে রুম এবং হোটেল দেখে নিবেন। যেহেতু তেমন কোন ভালো ব্যবস্থা নেই থাকার।

যদিও সীতাকুন্ডে বেশকিছু ভালোমানের হোটেল আছে থাকার মতো আর চট্টগ্রামের ভিতরে থাকতে চাইলে আপনি নরমাল, থ্রি-স্টার হোটেল থেকে শুরু ফাইভ স্টার পর্যন্ত হোটেল পাবেন থাকার জন্য। আপনি চাইলে যেকোন হোটেল আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। 

কোথায় খাবেন

কুমিরা ঘাটে বেশকিছু ভালো হোটেল আছে যেখানে আপনি ভাত, মাছ,মাংস, সবজি,ডা্ল দিয়ে পেট ভরে খাবার খেতে পারবেন। আর আপনি যদি চট্টগ্রামে এসে খাবার খেতে চান তবে তো আপনি নানা ধরণের খাবার খেতে পারবেন। ভাতের হোটেল থেকে শুরু করে নানাধরণের মুখরোচক খাবারের রেস্স্টুরেন্ট পেয়ে যাবেন চট্টগ্রাম শহরে। 

উপসংহার

কুমিরা ঘাট এর সৌন্দর্য দেখতে নানা মানুষ আসেন। ব্যস্ত জীবন থেকে একটু প্রশান্তি পেতে মানুষ পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব মিলে এই ঘাটে আসেন। এই ঘাট দিনের বেলায় যত ব্যস্ত সময় পার করে সন্ধ্যে নামলে ততটাই শান্তির নিঃশ্বাস ফেলে। এই জায়গাটি একইসাথে মানুষকে যেমন ব্যস্ততা উপহার দেয়, ঠিক তেমনি আবার বুক ভরে শান্তি দেয়। 

কুমিরা ঘাট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ’s

১।কুমিরা ঘাট থেকে মাঝ সমুদ্র ঘুরে আসতে বোট ভাড়া কত?

উত্তরঃ ঘাট থেকে মাঝ সমুদ্র ঘুরে আসতে জনপ্রতি ২০-৩০টাকা পড়বে। 

২।কুমিরা ঘাট কখন যাওয়া বেশি ভালো?

উত্তরঃ বিকালবেলা যাওয়া সবচেয়ে উত্তম। এইসময় ঘাটের সৌন্দর্য সবচেয়ে বেশি বেড়ে যায়। পড়ন্ত বিকেলে এই জায়গার সৌন্দর্য সবচাইতে বেশি উপভোগজনক হয়। 

৩। ঘাট থেকে স্পিড বোটে চড়ে সন্দ্বীপ যেতে কত টাকা ভাড়া লাগে? 

উত্তরঃ ঘাট থেকে স্পিড বোটে চড়ে সন্দ্বীপ যেতে ২৫০-৩০০ টাকা লাগে আর সময় লাগে ৩০-৪০ মিনিট। 

৪। চট্টগ্রাম থেকে কুমিরা ঘাট যেতে কত টাকা লাগবে? 

উত্তরঃ চট্টগ্রাম থেকে লোকাল বাসে চড়ে গেলে জনপ্রতি ভাড়া লাগবে ৬০-৮০ টাকা আর সিএনজি করে গেলে ৩০০-৩৫০ টাকা ভাড়া খরচ হবে। 

আরও পড়ুন-

চাঁদপুরের দর্শনীয় স্থান

ফয়েজ লেক – চট্টগ্রাম

মন্তব্য করুন