হিল তাজ রিসোর্ট ভ্রমণ, খরচ ও ভ্রমনের সকল তথ্য

হিল তাজ রিসোর্ট

হিল তাজ রিসোর্ট রাঙ্গামাটি জেলার নান্দনিক রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। এটি কাপ্তাই লেকের একটি দ্বীপে অবস্থিত। রিসোর্টটি গুণগত মানে ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। রাঙ্গামাটি ঘুরতে যেতে চাইলে একদিনের জন্য এই রিসোর্টে ঘুরে আসতে পারেন। 

একদিনের পিকনিকের জন্যও হিল তাজ রিসোর্ট এর তুলনা নেই। হিল তাজ রিসোর্ট রাঙ্গামাটি জেলার আধুনিক সুবিধা সম্পন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। পুরো একটি দিন কাটানোর জন্য রয়েছে হ্যাপি আইল্যান্ড যেখানে রয়েছে একটি সুইমিংপুল ও বিভিন্ন রাইড সহ ওয়াটারপার্ক। 

হিল তাজ রিসোর্ট এর সুবিধা গুলোর মধ্যে নিজস্ব রেস্টুরেন্ট এ খাবার ব্যাবস্থা রয়েছে। এখানে দেশি, স্থানীয় ও বারবিকিউ সহ নান ধরনের খাবার পাবেন যা স্বাদে ও মানে অনন্য। 

এছাড়াও আপনি রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের বিস্তীর্ণ জলরাশির সাথে শুভলং ঝর্না, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র, রাজবাড়ী ও রাজবনবিহার, ঝুলন্ত ব্রিজ, পেদা টিং টিং, বোদ্ধ মন্দির, নেভি ক্যাম্পসহ অনেক কিছু দেখার সুযোগ পাবেন। 

হিল তাজ রিসোর্ট এর ট্যুর প্যাকেজ

হিল তাজ রিসোর্ট এর নিজস্ব কিছু ট্যুর প্যাকেজ রয়েছে। এই প্যাকেজ গুলো হল-

১। কাপ্তাই লেকে বোটে ভ্রমণ – ৭টি স্থান ভ্রমণ 

  • ছোট ঝর্না
  • ঝুলন্ত ব্রিজ
  • শুভলং ঝর্না 
  • পেদা টিং টিং
  • জুম পাহাড়
  • রাজবন বিহার
  • বৌদ্ধ মন্দির

২। কাপ্তাই লেকে বোটে ভ্রমণ – ৫ টি স্থান ভ্রমণ 

হিল তাজ রিসোর্ট Hill taj resort
হিল তাজ রিসোর্ট
  • কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র 
  • ইকো পার্ক
  • নেভি ক্যাম্প
  • বেরাইন্যা রেস্টুরেন্ট 
  • বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থান

হিল তাজ রিসোর্ট এর রুম ভাড়া

১। নন এসি তাবুঃ ৪জন – ২০০০ টাকা

কমপ্লিমেন্টরি ব্রেকফাষ্ট, নন এসি, ফ্যান সহ কমন ওয়াশ রুম

২। নিরালা কাপলঃ ২জন – ২৫০০ টাকা 

১টি ডাবল বিছানা সহ স্ট্যান্ডার্ড সিঙ্গেল রুম

নন এসি, ফ্যান সহ, এটাচ টয়লেট 

২জনের কমপ্লিমেন্টরি ব্রেকফাষ্ট

অতিরিক্ত বিছানা জনপ্রতি -৬০০ টাকা

৩। নিরালা কাপলঃ ২জন – ৩০০০ টাকা 

১টি ডাবল বিছানা সহ স্ট্যান্ডার্ড ডাবল রুম

 এসি, ফ্যান সহ, এটাচ টয়লেট 

২জনের কমপ্লিমেন্টরি ব্রেকফাষ্ট

অতিরিক্ত বিছানা জনপ্রতি -৬০০ টাকা

৪। নিরালা কাপলঃ ৪জন – ৪০০০ টাকা 

২টি ডাবল বিছানা সহ স্ট্যান্ডার্ড ডাবল রুম

এসি, ফ্যান সহ, এটাচ টয়লেট 

৪জনের কমপ্লিমেন্টরি ব্রেকফাষ্ট

অতিরিক্ত বিছানা জনপ্রতি -৬০০ টাকা

৫। হিল তাজ ডিলাক্সঃ ৪জন – ৭০০০ টাকা 

২টি ডাবল রুম, ২টি কিং সাইজ বিছানা, সোফাসেট, ড্রয়িং টেবিল, কেবিনেটসহ ১টি এটাচ টয়লেট

৪জনের কমপ্লিমেন্টরি ব্রেকফাষ্ট

অতিরিক্ত বিছানা জনপ্রতি -১০০০ টাকা

৬। হিল তাজ ডিলাক্সঃ ৪জন – ৮০০০ টাকা 

২টি ডাবল রুম, ২টি কিং সাইজ বিছানা, সোফাসেট, ড্রয়িং টেবিল, কেবিনেটসহ ১টি এটাচ টয়লেট

৪জনের কমপ্লিমেন্টরি ব্রেকফাষ্ট

অতিরিক্ত বিছানা জনপ্রতি -১০০০ টাকা

চেক ইন -দুপুর ১২ঃ০০ টা

চেক আউট – সকাল ১০ঃ০০ টা 

হিল তাজ রিসোর্ট এর খাদ্যতালিকা

১। সকালের নাস্তা – জন প্রতি ২০০ টাকা

মেন্যু ০১ – পরোটা / রুটি, সবজি / ডাল, ডিম ভাজি, হালুয়া, জুস/ ফল, চা

মেন্যু ০২ – খিচুড়ি, বেগুন ভাজি / ভর্তা, ডিম ভাজি / ডিম কারি, জুস/ফল, চা

২। মধ্যাহ্নভোজন – জনপ্রতি ৩৫০ টাকা

মেন্যু ০১ – সাদা ভাত/ রুটি, মাছ/ডিম/চিকেনকারি, ডাল, ভর্তা/সবজি, সালাদ, জুস/কোমল পানীয়

৩। মধ্যাহ্নভোজন – জনপ্রতি ৪০০ টাকা

মেন্যু ০১ – সাদা ভাত/পোলাও, গরুর কারি, ডাল, ভর্তা / সবজি, সালাদ, ফলের জুস/কোমল পানীয়

৪। মধ্যাহ্নভোজন – জনপ্রতি ২৫০ টাকা

১০ জনের জন্য – চিকেন বিরয়ানী, ডিম ভুনা, সালাদ, কোমল পানীয়

৫। বিকেলের খাবার – জনপ্রতি ২০০ টাকা 

হালকা নাস্তা যেমন- বিস্কুট, কেক, নুডুলস, ফলের জুস/কফি, স্থানীয় ফল ১/২ আইটেম

৬। বারবিকিউ – জনপ্রতি -৩৫০ টাকা

চিকেন/ফিস বারবিকিউ/বোম্বে চিকেন, লুচি/পরোটা, ডাল ভুনা, মিক্সড সালাদ, কোমল পানীয়

৭। বোম্বে চিকেন -জনপ্রতি – ৩৫০ টাকা

বোম্বে চিকেন -১ঃ৩, সাদা ভাত/পরোটা, পাতলা ডাল, সালাদ, কোমল পানীয়

৮। রাতের খাবার – জনপ্রতি – ৩৫০ টাকা

সাদা ভাত/রুটি, মাছ/ডিম/চিকেন কারি, ডাল, ভর্তা/ সবজি, সালাদ, স্থানীয় ফলের জুস/ কোমল পানীয়

হিল তাজ রিসোর্ট এর বাড়তি সুবিধা 

  • বাস বুকিং সুবিধা
  • সিসি টি ভি দ্বারা নিরাপত্তা ব্যাবস্থা
  • ওয়েলকাম ড্রিংকস
  • রেস্টুরেন্ট সুবিধা
  • ওয়াইফাই ইন্টারনেট সুবিধা
  • ফ্ল্যাট স্ক্রিন এলইডি টিভি
  • ক্যাবল টিভি কানেকশন
  • ২৪/৭ বিনামূল্যে রুম সার্ভিস
  •  গরম-ঠাণ্ডা পানি, এটাচ ওয়াশরুম সার্ভিস
  • দৃষ্টিনন্দন ট্রি হাউজ
  • হেমক ও বিভিন্ন প্রকার দোলনা
  • বাহিরে ছাতার নিচে বসার সুব্যাবস্থা
  • লেকের পাড়ে বসার ব্যাবস্থা
  • ছিপ দিয়ে মাছ ধরার ব্যাবস্থা (পেইড)
  • আউটডোর সুইমিং পুল (পেইড)
  • ওয়াটার পার্ক
  • এয়ারপোর্ট পিকাপ এন্ড ড্রপ সার্ভিস
  • গাড়ি পারকিং সুবিধা (পেইড)
  • বাথরুম ও টয়লেট সামগ্রী 
  • ট্যুর প্ল্যান কনসালটেন্সি 
  • হেল্প ডেস্ক

যেভাবে যাবেন 

ঢাকা থেকে বাসে যেতে চাইলে ঢাকার কলাবাগান, ফকিরাপুল, কল্যানপূর ও সায়দাবাদ হয়ে যেতে পারেন। সকাল ৮ টা থেকে ৯ টা ও রাত ৮ টা থেকে ১১ টার মধ্যে অনেক এসি ও নন এসি বাস রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে যায়। এসি বাসের ভাড়া ৯০০ টাকা ও নন এসির ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত হতে পারে। 

রিসোর্ট যেতে হলে রিজার্ভ বাজারের আগে রাঙামাটি ক্যান্টনমেন্ট পার হয়েই বঙ্গবন্ধু স্ট্যাচুর ৪০০ গজ দূরে রাঙামাটি সরকারি কলেজের গেটে নেমে যান। কলেজের গেটের পাশেই ঘাট আছে। 

ঘাটে পৌছালে হিল তাজ তাদের নিজস্ব বোটে করে ১০০ গজ পাড়ি দিয়ে রিসোর্টে যেতে পারবেন। ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম বা ফেনী এসব জায়গা থেকে যেতে হলে চট্টগ্রামের অক্সিজেন মোর হয়েই যেতে হবে। অক্সিজেন মোর থেকে লোকাল বাস, ডিরেক্ট বাস বা সিএনজি করে রিসোর্টে যাওয়া যায়। লোকাল বাসে ভাড়া ৯০ টাকা, ডিরেক্ট বাসে ১২০ টাকা ও সিএনজিতে ভাড়া ১৫০ টাকা হতে পারে। 

যোগাযোগের ঠিকানাঃ

বুকিং এবং বিকাশ নাম্বার: +8801870701892 (মার্চেন্ট একাউন্ট)

ওয়েবসাইটঃ https://hilltajresort.business.site

জিমেইল: hilltajresort@gmail.com

ই-মেইল: info@hilltajresort.com

বুকিং অফিসঃ

ফ্লাট# ১/সি, বড়ি নং ৬০, রোড ৯/এ (নতুন)

ধানমন্ডি সাতমসজিদ রোড (মিনা বাজারের পিছনে) ঢাকা।

আরও পড়ুন-

মন্তব্য করুন