গ্রান্ড সুলতান টি রিসোর্ট, থাকার খরচসহ সকল তথ্য

গ্রান্ড সুলতান টি রিসোর্ট

সিলেটের সবচেয়ে জনপ্রিয় এবং একমাত্র ফাইভ স্টার হোটেল হলো এই গ্রান্ড সুলতান টি রিসোর্ট। সিলেট ভ্রমণে যারা ২/৩ বা আরো বেশি দিনের প্ল্যান করে তাদের বেশিভাগই এই রিসোর্টটির রুম ভাড়া করে থাকে। বলে রাখা ভালো এই রিসোর্টটির অবস্থান হলো শ্রীমঙ্গলে। 

মূলত শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৪-৫ কিলোমিটার দূরে গেলেই এই রিসোর্টটির দেখা পাওয়া যাবে। যেখানে রয়েছে সর্বোচ্চ ডিসকাউন্টসহ সকল সুযোগ-সুবিধার সাহায্যে ভ্রমণকালীন সময়টিকে আনন্দঘন করে রাখার সুযোগ। গ্রান্ড সুলতান টি রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 

আরও পড়ুনঃ দ্যা প্যালেস লাক্সারি রিসোর্ট ও ভ্রমণ গাইড

Table of Contents

পরিচিতি 

গ্রান্ড সুলতান

গ্রান্ড সুলতান টি রিসোর্ট হলো সিলেটের একসাথে ফাইভ স্টার বা পাঁচ তারকা রিসোর্ট। যার অবস্থান সিলেট জেলার শ্রীমঙ্গলে। প্রায় ১৩.২ একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ সুযোগ-সুবিধাসম্পন্ন রিসোর্টটি। 

যেখানে আপনি একইসাথে পাবেন সবুজ প্রকৃতির ছোঁয়া এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন সুযোগ সুবিধা। এখানকার চারপাশে থাকা সবুজ প্রকৃতি ও চা বাগান আপনাকে মুগ্ধ করবে। 

গ্রান্ড সুলতান টি রিসোর্টে যেতে আপনি প্ল্যান, বাস কিংবা ট্রেনসহ যেকোনো প্রাইভেট যানের সাহায্য নিতে পারেন। 

গ্রান্ড সুলতান এ কি আছে

একটি রিসোর্টের ক্ষেত্রে যেসব আধুনিক সকল সুযোগ সুবিধা থাকার প্রয়োজন পড়ে গ্রান্ড সুলতান টি রিসোর্টে আপনি সেসব সুযোগ-সুবিধা ইজিলি পাবেন। 

সবুজ প্রকৃতির মাঝে বিনোদিত হবার বিভিন্ন সুবিধা নিয়ে এই রিসোর্টটি বহুবছর ধরে সার্ভিস দিয়ে আসছে। থাকার সুবিধা ছাড়া এখানে আপনি খাবারের সু ব্যবস্থা পাবেন। 

মূলত এখানে থাকা ২ টি রেস্টুরেন্টে আপনি বিভিন্ন দেশের খাবারসহ দেশীয় খাবারগুলি উপভোগের সুযোগ পাবেন। এছাড়াও এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন। এছাড়াও পাবেন: 

সুইমিং পুল

গ্রান্ড সুলতান টি রিসোর্টে আপনি ২ ক্যাটাগরির সুইমিং পুল পাবেন। একটি হলো বড়দের এবং অন্যটি হলো ছোটদের। আর সব ধরণের সুইমিং পুলেই তাপ নিয়ন্ত্রণের বিশেষ ফিচার রয়েছে। 

লাইব্রেরী

ভ্রমণ মানেই প্রশান্তি। আর এই প্রশান্তিকে আরো খানিকটা অর্থবহ করতে রিসোর্টের লাইব্রেরির বইগুলি ট্রাই করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরির বই এখানেে থরে থরে সাজানো আছে। 

জিম

গ্রান্ড সুলতান টি রিসোর্টে একটি বড়সড় আয়তনের জিম রয়েছে। যেখানে জিম করার সকল জিনিসপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। 

বাচ্চাদের প্লে জোন

বড়দের জন্যে ভার্চুয়াল রিয়েলিটির প্লে জোন রাখার পাশাপাশি গ্রান্ড সুলতান টি রিসোর্ট কতৃপক্ষ ছোটদের জন্য প্লে জোনের ব্যবস্থা রেখেছে। যেখানে আপনি আপনার বাচ্চাকে একটি ভালো সময় উপভোগের সুযোগ তৈরি করে দিতে পারবেন৷ 

সার্ভিস এবং খাবার-দাবার

গ্রান্ড সুলতান টি রিসোর্টে রয়েছে ২৪ ঘন্টা রুম সার্ভিস। সুতরাং যেকোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অন্যদিকে রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে।

আর ক্যাফে হিসাবে এখানে আপনি ৫ ধরনের ক্যাফে পাবেন। সেই সাথে রয়েছো ৩ টি বড়সড় মিটিং রুম বা হল। যেখানে আপনি যেকোনো মিটিং বা সেমিনারের আয়োজন করতে পারবেন।

স্পা

ভ্রমণ করতে গিয়ে বা ক্লান্তির কারণে যদি কারো ম্যাসেজের প্রয়োজন হয় সেক্ষেত্রেও ব্যবস্থা রেখেছে রিসোর্ট। সুইডিশ এবং স্পোর্টস ম্যাসেজ জন্য এই রিসোর্টটি বেশ জনপ্রিয়। 

মুভি থিয়েটার

গ্রান্ড সুলতান টি রিসোর্টের বিভিন্ন সুযোগ-সুবিধার মধ্যে আপনি একটি মুভি থিয়েটারও পাবেন। যেখানে একসাথে ৪৪ জন সিট রয়েছে এবং দুটো মাধ্যম অর্থ্যাৎ এইচডি কিংবা থ্রি-ডি ভার্সনে মুভি দেখার সুযোগ রয়েছে। 

আউটডোর ও ইনডোর স্পোর্টস

আউটডোর স্পোর্টসের মধ্যে আপনি এই রিসোর্টটিতে পাবেন গলফ কোর্স, বাস্কেট বল কোর্স উপভোগের সুযোগ অন্যদিকে ইনডোর স্পোর্টসের অংশ হিসাবে পাবেন হাই কোয়ালিটির পুলে সময় কাটানোর সুযোগ। 

গেম সেন্টার

এখানো পিএসফোর, নিন্টেন্ডোসহ বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটির গেইম খেলার সুযোগ রয়েছে। আর এসব গেইম উপভোগের বিষয়টিতে কোনো এক্সট্রা ফি প্রদান করার প্রয়োজন পড়বে না। 

গ্রান্ড সুলতান এর ভাড়া

গ্রান্ড সুলতান টি রিসোর্টে কেবল এক কোয়ালিটির নয়! বরং আপনি এখানে বিভিন্ন কোয়ালিটির রুম বুক করতে পারবেন। আর সেকারণে কোয়ালিটি, কত জন এক রুমে থাকতে পারবে, রুমে কি কি সার্ভিস রয়েছে, রুমটি কত বড় সবকিছু মিলিয়ে রুমের ভাড়ার পরিমাণটা নির্ভর করবে। 

চলুন তবে আর কথা না বাড়িয়ে বিস্তারিত তথ্যসহ এসব রুম এবং এর ভাড়া সম্পর্কে আলোচনা করা যাক: 

কিং ডিলাক্স

গ্রান্ড সুলতান টি রিসোর্টের সবচেয়ে আধুনিক রুম ক্যাটাগরি হলো এই কিং ডিলাক্স। যেখানে রয়েছে ৩৮২ বর্গফুটের রুম। এখানে আপনি পাবেন:

  • ভাড়া: ২৭,০০০/-
  • ফ্রিতে ওয়াফাই সার্ভিস উপভোগের সুযোগ
  • ৩২” সাইজের বড়সড় এলসিডি টিভি
  • একটি আর্গোনমিক চেয়ার
  • একটি আর্গোনমিক চেয়ার
  • একটি আধুনিক মানের ওয়াশরুম 
  • ২ জন থাকার সুযোগ সুবিধা 

কুইন ডিলাক্স

সুযোগ-সুবিধা এবং লাক্সারি ভাইবের কারণে এটির চলও বেশ জনপ্রিয় রুম ক্যাটাগরি হিসাবে চলছে। ৩৮২ বর্গফুটের উপর দারুণ ডিজাইনে তৈরি করা এই রুমটিতে আপনি পাবেন: 

  • ভাড়া: ২৭,০০০/-
  • ৩২” সাইজের বড়সড় এলসিডি টিভি
  • লেক এবং সুইমিং পুল
  • একটি আর্গোনমিক চেয়ার এবং ওয়াই-ফাই অ্যাক্সেস
  • ২ জন ব্যাক্তির একসাথে থাকার সুযোগ
  • হাই কোয়ালিটির একটি বাথরুম

ট্রিপল ডিলাক্স

যারা কিছুটা আধুনিক মানের এবং খানিকটা বড় সাইজের ডিলাক্স রুম খুঁজছেন তারা ভ্রমণের সময় গ্রান্ড সুলতান টি রিসোর্টের এই ট্রিপল ডিলাক্স রুম বুক করতে পারেন। কারণ এখানে আপনি পাবেন:

  • ভাড়া: ২৭,০০০/-
  • আধুনিক ডিজাইনের অত্যাধুনিক রুম
  • পাশেই মন ভালো করার মতো বাগান
  • লেক বা সুইমিং পুলের শান্তিপূর্ণ পরিবেশ 
  • ৩৮৪ বর্গফুটের বড়সড় রুম
  • ৩২” সাইজের বিশাল আকার টিভি
  • একসাথে ৩ জন ব্যাক্তি থাকার সুযোগ
  • ১ টি আধুনিক মানের বাথরুম 
  • একটি আর্গোনমিক চেয়ার এবং ওয়াই-ফাই অ্যাক্সেস

এক্সিকিউটিভ স্যুট কিং

নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন এটি একটি লাক্সারিয়াস রুম। আকারের দিক দিয়ে এটিকে লিভিং রুম হিসাবে ব্যবহার করা যাবে। প্রায় ৫৬৯ বর্গফুট জায়গা নিয়ে এই এক্সিকিউটিভ স্যুট কিং নামের রুমটি তৈরি করা হয়েছে। সেই সাথে ব্যবস্থা করা হয়েছে: 

  • ভাড়া: ৩৮,৩০০/-
  • ১ টি আধুনিক মানের বাথরুম 
  • একটি আর্গোনমিক চেয়ার এবং ওয়াই-ফাই অ্যাক্সেস
  • একটি বড় লেখার ডেস্ক
  • বড়সড় একটি টিভি
  • কিং সাইজের লিভিং রুম 
  • একসাথে ২ জন থাকার সূবর্ণ সুযোগ 

রয়্যাল স্যুট ডিলাক্স

গ্রান্ড সুলতান টি রিসোর্টের এই রুমটা তৈরি করা হয়েছে বিভিন্ন রয়্যাল সুযোগ-সুবিধা এবং ডিজাইনের সাহায্যে। সবচেয়ে বড় কথা এই ক্যাটাগরির রুমগুলিতে আপনি আলাদা শান্তি পাবেন৷ সেই সাথে পাবন: 

  • ভাড়া: ৫৮,৪০০/-
  • ২ টি বাথরুম
  • ৪ জন ব্যাক্তির একসাথে থাকার সুযোগ
  • ৯২০ বর্গফুটের বড়সড় একটি রুম 
  • প্রশান্তিদায়ক পরিবেশ 
  • ভ্রমণকালীন সময়ে আরামের জন্য মানসম্মত স্থান 

রয়্যাল স্যুট সুপিরিয়র

রয়্যাল স্যুট সুপিরিয়র হলো গ্রান্ড সুলতান টি রিসোর্টের মাঝে থাকা অন্যান্য রুমের চাইতে তুলনামূলকভাবে আকারে বড়সড় রুম ক্যাটাগরি। এখানে আপনি: 

  • ভাড়া: ৬৯,০০০/-
  • একসাথে ৪ জন থাকার সুযোগ পাবেন
  • ৩ টি আধুনিক মানের প্রমাণ সাইজের বাথরুম পাবেন
  • ১১৬০ বর্গফুটের অনেক বড় রুম পাবেন
  • শান্তিপূর্ণ পরিবেশে পার্সোনাল সময় ব্যয় করার সুযোগ পাবেন
  • প্রাচ্যের দেশগুলিতে থাকা হোটেলে বসবাস করার ফিল পাবেন 

প্রেসিডেন্সিয়াল স্যুট

গ্রান্ড সুলতান টি রিসোর্টের এই রুম ক্যাটাগরিকে সাধারণত রাজ প্রাসাদ বলা হয়ে থাকে। কারণ আকারের দিক দিয়ে এটি এই রিসোর্টের সবচেয়ে বড় বা কিং সাইজের রুম। 

অন্যান্য রুমের চাইতে এখানকার সুযোগ-সুবিধা আপনাকে বাড়তি আনন্দ দেবে। বিশেষ করে যেসব সুযোগ-সুবিধার কথা একেবারে উল্লেখ না করলেই নয়: 

  • ভাড়া: ৮৮,০০০/-
  • অতি বিলাসবহুল, আড়ম্বরপূর্ণ, আরামদায়ক রুম সার্ভিস
  • ১৩৫০ বর্গফুটের বিশাল রুম বা থাকার জায়গা
  • অনেক বড়বড় ডাইনিং রুম এবং লিভিং রুমের ব্যবস্থা
  • রুমের প্রতিটি অংশে আধুনিকমানের ডিজাইন 
  • একসাথে ৪ জন থাকার সুযোগ
  • ২ টি আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এমন বাথরুম
  • বাথরুমে থাকা শাওয়ার এবং ওয়াক ইন ঝরনা

সুযোগ-সুবিধা 

  • পছন্দমতো সাইজের রুম বুক করার সুযোগ
  • সিজন অনুযায়ী বিভিন্ন অফার পাওয়া
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস
  • দেশি-বিদেশি যেকোনো ডিশ ট্রাই করার সুযোগ
  • স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করার খাবারের নিশ্চয়তা
  • প্রতিটি রুমে থাকা অত্যাধুনিক সার্ভিস উপভোগ 
  • টিভি, জিম, গেইম, স্পা, মুভি দেখাসহ সকল সার্ভিস একসাথে উপভোগের সুযোগ

যাবার উপায়

গ্রান্ড সুলতান টি রিসোর্ট যেতে চাইলে শুরুতে আপনাকে সিলেটের শ্রীমঙ্গলে যেতে হবে। চলুন স্টেপ বাই স্টেপ রিসোর্টে যাওয়ার উপায় সম্পর্কে জানি। 

ঢাকা টু শ্রীমঙ্গল 

শুরুতে আপনাকে ঢাকা টু শ্রীমঙ্গলে পৌঁছাতে হবে। এক্ষেত্রে খরচ বাঁচাতে ট্রেনের সাহায্য নিতে পারেন। ২৩১ কিলোমিটার বা ১৪৩ মাইলের এই গন্তব্যে আপনি মোট ৫ টি ট্রেন অপশন হিসাবে পাবেন। 

এগুলি হলো পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনি এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং সুরমা মেইল ট্রেন। 

নন-এসি থেকে শুরু করে এসি সিট পর্যন্ত ভাড়া পড়বে ৬০-৮০০/- পর্যন্ত। অন্যদিকে ঢাকা টু শ্রীমঙ্গলে যেতে এনা বাসের সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে ৫০০/- থেকে শুরু করে ৭০০/- পর্যন্ত। 

চট্টগ্রাম টু শ্রীমঙ্গল 

যারা চট্টগ্রাম থেকে সিলেটের শ্রীমঙ্গলে যাবেন তারাও ট্রেনের সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে পাহাড়িকা এক্সপ্রেস এবং উদ্যান এক্সপ্রেস আপনাকে সাহায্য করবে। 

আর ভাড়ার ক্ষেত্রে বলবো ৬০০/- থেকে ১২০০ টাকার ভেতরে আপনি এসি কিংবা নন-এসি ট্রেন সিট পেয়ে যাবেন। অন্যদিকে যাদের বাসে ভ্রমণ ভালো লাগে তারা এই মিশনে ৬০০/৭০০ টাকা খরচ করে এনা অথবা বিআরটিসি বাসের সাহায্য নিতে পারেন। 

শ্রীমঙ্গল টু গ্রান্ড সুলতান টি রিসোর্ট

শ্রীমঙ্গল টু গ্রান্ড সুলতান টি রিসোর্টের দূরত্ব একেবারে কাছে। এই পথে সময় লাগবে মাত্র ১২ থেকে ১৫ মিনিটের মতো। 

শ্রীমঙ্গল থেকে গ্রান্ড সুলতান টি রিসোর্টে যেতে যেকোনো সিএনজি বা মাইক্রোবাসের সাহায্য নিতে পারেন৷ 

খাওয়ার ব্যবস্থা

গ্রান্ড সুলতান টি রিসোর্ট তাদের প্রতিটি গ্রাহকের জন্য ৫ টি রেস্টুরেন্টের ব্যবস্থা রেখেছে। এসব রেস্টুরেন্টকে ক্যাফেও বলা চলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি রেস্টুরেন্টেই পরিষ্কার-পরিচ্ছন্নতাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে খাবার তৈরি করা হয়।

আর আপনি এখানে দেশি-বিদেশি, সকাল, দুপুর কিংবা রাতের জন্য পার্ফেক্ট, হালকা কিংবা ভারী যেকোনো ক্যাটাগরির খাবার পাবেন। 

আশেপাশের দর্শনীয় স্থান

গ্রান্ড সুলতান টি রিসোর্টের আশেপাশেই আপনি বিভাব ঘোরার প্লেইস পাবেন। হাতে সময় থাকলে এসব স্থান থেকে ঘুরে আসতে ভুলবেন না কিন্তু। বিশেষ করে: 

লাউয়াছড়া জাতীয় উদ্যান

আপনি কি হাইকিং ও ট্রেকিং ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন সেক্ষেত্রে এই জাতীয় উদ্যান থেকে ঘুরে আসতে ভুলবেন না কিন্তু। তাছাড়া রিসোর্টের একেবারে কাছাকাছি অবস্থানেই এই উদ্যানটি তৈরি করা হয়েছে। 

মাধবপুর লেক

এই লেকে ঘুরতে গেলে আপনাকে আলাদা কোনো ফি পরিশোধ করতে হবে না। একইসাথে ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ এই দর্শনীয় স্থানটিরও অবস্থান একেবারে গ্রান্ড সুলতান টি রিসোর্টের কাছাকাছি। 

শ্রীমঙ্গল মিউজিয়াম

আমরা সকলেই জানি চায়ের কারণে শ্রীমঙ্গল সারাদেশে ঠিক কতটা জনপ্রিয় হয়ে আছে। আর এই জনপ্রিয়তা তৈরির সঠিক গল্প জানতে ঘুরে আসতে পারেন গ্রান্ড সুলতান টি রিসোর্টের কাছেই অবস্থিত শ্রীমঙ্গল মিউজিয়াম থেকে। 

যোগাযোগের উপায় 

গ্রান্ড সুলতান টি রিসোর্টে থাকতে হলে মূলত অনেক আগে থেকেই রুম বুকিং দিয়ে রাখতে হয়। যাইহোক এক্ষেত্রে যোগাযোগের জন্যে নিচের মাধ্যমগুলি ব্যবহার করতে পারেন: 

  • মোবাইল: 01878-900900
  • ওয়েবসাইট: https://grandsultanresort.com/
  • লোকেশন: শ্রীমঙ্গল বার্ড পার্ক ও ব্রিডিং সেন্টার থেকে ৩ কিমি এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯১ কিমি দূরে।

শেষ কথা

গ্রান্ড সুলতান টি রিসোর্ট হলো সিলেটের সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট। যারা সিলেটে বা শ্রীমঙ্গলে ঘুরতে যেতে চান তারা অবশ্যই এই রিসোর্টটি থেকে বেরিয়ে যাবেন। 

বাজেট তুলনামূলকভাবে কিছুটা বাড়তি মনে হলেও আশা করি রিসোর্ট কতৃপক্ষের সার্ভিস এবং সহযোগিতা আপনাকে বরাবরই মুগ্ধ করবে। 

গ্রান্ড সুলতান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ

১. গ্রান্ড সুলতান টি রিসোর্টে কয়টি কক্ষ রয়েছে? 

উত্তরঃ গ্রান্ড সুলতান টি রিসোর্টে রয়েছে ১৪৫ টি

২. গ্রান্ড সুলতান টি রিসোর্টের মালিক কে? 

উত্তরঃ গ্রান্ড সুলতান টি রিসোর্টের মালিক হলো মালিক খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন

৩. গ্রান্ড সুলতান টি রিসোর্টের ভাড়া কত?

উত্তরঃ গ্রান্ড সুলতান টি রিসোর্টের ভাড়া ২৭,০০০/- থেকে ৬৯,০০০/- পর্যন্ত। 

৪. গ্রান্ড সুলতান টি রিসোর্ট কোথায় অবস্থিত? 

উত্তরঃ গ্রান্ড সুলতান টি রিসোর্ট শ্রীমঙ্গলে অবস্থিত! 

আরও পরুন

লাউয়াছড়া জাতীয় উদ্যান, পরিচিতি ও ভ্রমণ গাইড

হাম হাম ঝর্ণা ভ্রমণ, যাতায়াত খরচ ও ভ্রমণ গাইড

মন্তব্য করুন