ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়
ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় : পৃথিবীতে একটা কথার প্রচলন আছে আমরা মানুষেরা নাকি আমাদের স্বপ্নের সমান বড়। আমাদের ইচ্ছার শেষ নেই। নানান মানুষের নানান স্বপ্ন। কেউ চাই টাকা, কেউ চাই ক্যারিয়ার বা বাড়ি, আবার কেউ চাই গাড়ি। তাই স্বপ্ন পূরনের লক্ষ্যে মানুষের চেষ্টার কোন সীমা থাকে না।
কে না চাই সুন্দর জীবন। তাই অনেকেই নিজের জীবনের স্বপ্নকে বাস্তবতায় আনতে জীবিকার তাগিদে দেশের বাহিরে গিয়ে চাকরি করে থাকেন। আবার অনেকে প্রতিষ্ঠিত হয়ে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে দেশ বিদেশ ঘুরে বেড়ায়।
ঘুরে বেড়ানো থেকে শুরু করে, জীবিকার জন্য সকলের ইচ্ছা থাকে ইউরোপীয় দেশগুলোতে (European countries) যাবার। কিন্তু ইউরোপীয় দেশগুলোতে যাওয়া বা সেসকল দেশের ভিসা (visa) পাওয়া সহজ নয়। আবার অনেকে তো ইউরোপ (Europe) বলতেই শুধু আমেরিকা (America), কানাডা (Canada) বুঝে থাকে। কিন্তু এদেশ গুলোতে ভিসা পাওয়া অনেক অর্থের ব্যাপার এবং অনেক কঠিন।
ইউরোপীয়ে টাকার মান সারা বিশ্বের টাকার মানের চেয়ে বেশি হওয়ার সকলের ইউরোপীয় দেশগুলোর প্রতি যোগি বেশি। হবেই বা কেন নয় বলুন তো পুরো বিশ্বে ইউরোপীয় দেশগুলো (European countries) যেভাবে উন্নতি করছে তা চোখে পরার মতো। তবে ইউরোপীয় দেশগুলো মধ্য কিছু দেশ রয়েছে যারা অর্থনৈতিকভাবে উন্নত।
পাশাপাশি তাদের দেশের টুরিস্ট (tourist) যায়গা পুরো বিশ্বের মানুষকে আর্কষন করে। যেমনঃ ফ্রান্স, মাল্টা, পর্তুগাল, হাঙ্গেরি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া। এসকল দেশগুলোতে খুব সহজেই ভিসা পাওয়া যায় এবং খরচ ও কম হয়।
জীবিকার জন্য কেউ ইউরোপীয় এ দেশ গুলোতে গেলে চাকুরির সুযোগও বেশি রয়েছে। কিন্তু অনেকেই জানেনই না কিভাবে এসকল দেশে সহজে ভিসা পাওয়া যায়। চলুন আজকের আর্টিকেলে জানা যাক- ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় (Visa for other European countries is easily available)।
আরও পড়ুনঃ কাশ্মীর ভ্রমন ও বাজেট ট্যুর প্ল্যান
ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়
চলুন ইউরোপের সেই দেশ গুলি সম্পর্কে যেনে নেওয়া যাক- বিস্তারিত সকল তথ্য নিচে সেগুলি আলোচনা করা হলঃ-
এ ছাড়াও আপনি চাইলে ইউরোপ (Europe) দেশের পাশাপাশি আরও অন্যান্য এশিয়া দেশর টুরিস্ট বা ভ্রমন ভিসা সম্পর্কে জানতে পারেন। যেমন- কানাডা ওয়াক পারমিট ভিসা সম্পর্কে, আমেরিকার টুরিস্ট ভিসা সম্পর্কে, দুবাই টুরিস্ট ভিসা সম্পর্কে, এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইত্যাদি। সম্পর্কে জানতে পারেন।
লিথুনিয়া কাজের ভিসা
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ইউরোপীয় দেশগুলোর মধ্যে লিথুনিয়া (Lithuania) অন্যতম। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য সারাবিশ্বের মানুষদের আকর্ষন করে থাকে। এছাড়া লিথুনিয়ার ভিসা পাওয়ার সম্ভাবনা হচ্ছে ৯৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া এটি সেনজেন ভুক্তদেশ।
এছাড়া লিথুনিয়া তে প্রচুর পরিমাণে মিল ফ্যাক্টরি, মেনুফেকচারিং কোম্পানি (Manufacturing Company) ও কন্সট্রাকশন (Construction) এর সাইট রয়েছে। যার জন্য লিথুনিয়া (Lithuania) তে প্রচুর পরিমাণ শ্রমিকের দরকার। তাই এই দেশে খুব সহজেই ভিসার আবেদন করলে ভিসা পাওয়া যায়। তাছাড়া এদেশে স্টুডেন্ট (student) দের জন্যও ভিসা পাওয়া খুবি সহজ।
লাটভিয়ার ভিসা
ইউরোপের অন্যতম সেনজেনভুক্ত দেশ হচ্ছে লাটভিয়া (Latvia )। লাটভিয়া মূলত উত্তর পূর্ব ইউরোপের একটি দেশ। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় লাটভিয়ার অর্থনৈতিক দিক দিয়ে অনেক শক্তিশালী। কিন্তু এদেশের ওয়ার্কার খুবই কম।
যার জন্য দেশটির অর্থনীতিতে সক্রিয়ভাবে অবদান রাখতে পারে এমন শ্রমিক অন্যদেশ থেকে লাটভিয়া নিয়োগ দিচ্ছে। লাটভিয়া তে ১০ হাজারের বেশি নদী ও তিন হাজারের বেশি হ্রদ রয়েছে। এছাড়া এদেশ পাহাড়ে ঘেরা। তাই অপরূপ এদেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ট্যুরিস্ট ভিসাতেও লাটভিয়া ভ্রমন করতে পারবেন।
আরও পড়ুনঃ ইউএস-বাংলা এয়ারলাইন্স – হলিডে প্যাকেজ
ফ্রান্স ভিসা
ফ্রান্স (France) ইউরোপের আন্তর্জাতিক ক্ষমতাসম্পন্ন একটি দেশ। এদেশের প্রায় সবাই শিক্ষিত পাশাপাশি নিজের দেশের উন্নতিতে তাদের অবদান অপরিহার্য। বিশ্বের উন্নতশীলদেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। ফ্রান্স (France) ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ তাই এদেশের অনেক লোকেরাই ভ্রমণ করতে গিয়ে থাকে।
প্রতিবছর প্রায় লক্ষাধিক লোকেদের ভ্রমণ করতে যায়। যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। তাছাড়া এটি ইউরোপের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ এবং পুরো বিশ্বের ৭ম অর্থনৈতিক দেশ।
এদেশের অনেকটাই রাজস্ব আসে এদেশের ট্যুরিস্টদের মাধ্যমে রয়েছে। তাই এদেশ থেকে টুরিস্ট ভিসা (Tourist visa) খুব সহজে পাওয়া যায়। এছাড়া ফ্রান্সে নিরক্ষরতার হার শূন্য। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক স্টুডেন্টরা এদেশে পড়ালেখা করার জন্যে যায় তাই এই দেশে গভারমেন্ট (Govt) থেকে স্টুডেন্ট ভিসা প্রদান করা হয়।
তাছাড়া এ দেশে বিভিন্ন কনস্ট্রাকশন (Construction) সাইট বড় বড় কোম্পানি রয়েছে। যেখানে বাইরের থেকে শ্রমিক নিয়োগ করা হয়। তাই কোম্পানির মালিকরা গভারমেন্ট থেকে পারমিশন নিয়ে সে দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা চালু করে থাকে। এবং বাইরের থেকে শ্রমিক নিয়োগ করে।
সুইজারল্যান্ড ভিসা
ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় ইউরোপের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি হচ্ছে সুইজারল্যান্ড (Switzerland)। এ দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার জব ভেকেন্সি খোলা রয়েছে। সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সারাবিশ্ব চর্চিত।
এদেশের অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে প্রতিবছর প্রায় লক্ষ লক্ষ টুরিস্ট ভিজিট করতে যায়। এদেশে হোটেলের অভাব নেই এই সকল হোটেলে লোকের প্রয়োজন হয়ে থাকে। এ ছাড়া এদেশে কনস্ট্রাকশন সাইট প্রচুর লোকের প্রয়োজন। তাছাড়া সুইজারল্যান্ড (Switzerland) ঘড়ি, চকলেট ইত্যাদি সহ বিভিন্ন বড় বড় কোম্পানির জন্য সারা বিশ্বে পরিচিত।
এসকল কোম্পানিতে ওয়ার্কার প্রয়োজন হয়ে থাকে বলেই গভর্নমেন্টের পারমিশন নিয়ে সুইজারল্যান্ডের কোম্পানিগুলো এখন অনেক বাহির থেকে কর্মী নিচ্ছে।
এছাড়া আপনি সুইজারল্যান্ড (Switzerland) এর যে কোন সেকশনে কাজ করলেই আপনার প্রতি মাসে ইনকাম ৪থেকে ৫লাখ টাকা হয়ে যাবে। কারণ এদেশের কারেন্সির মান অনেক বেশী। এছাড়া শুরু সুইজারল্যান্ডে নিরক্ষতার মান শূন্য বললেই চলে। এদেশের বিশ্ববিদ্যালয়সহ, মেডিকেল কলেজগুলো সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করার মাধ্যমে। তাই অন্যান্য দেশ থেকে স্টুডেন্টরা (student) এদেশে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করার জন্য চাইলেই যেতে পারে।
মাল্টা ভিসা
ইউরোপের আরেক উন্নতশীল দেশ হচ্ছে মাল্টা (Malta)। এদেশের বর্তমানে ভিসার হার ৯১%। যেহেতু মালটা দেশটির চারপাশে সমুদ্র (sea) দিয়ে ঘেরা। তাই এদেশে শিপওয়ার্কের জন্য লোকের চাহিদা বেশি। এছাড়া মাল্টা দেশের লোকেরা খুব ভোজনরশিক হয়ে থাকেন। এদেশে তাই রেস্টুরেন্টের (restaurant) সংখ্যাও তুলনামূলক বেশি। তাই এদেশে আপনি চাইলে রেস্টুরেন্টের জব ভিসায় যেতে পারবেন।
পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেটি আয়তনে অনেক ছোট হলেও তাঁর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা। তাদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে মাল্টা (Malta)। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মালটা দেশে আবস্থিত। এদেশের পর্যটন খাত দেশের জিডিপির বিরাট একটি অংশ জুড়ে রয়েছে। তাই এদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর লাখ লাখ লোক ভ্রমণ করতে যায়। এদেশের টুরিস্ট ভিসা (Tourist visa) খুব সহজেই পাওয়া যায়।
নেদারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা
উত্তর-পশ্চিম ইউরোপের দেশ হল নেদারল্যান্ড (Netherlands)। সাইকেলের শহর বলা হয় নেদারল্যান্ডকে। পৃথিবীর ছোট্ট একটি রাষ্ট্র নেদারল্যান্ড হলো পৃথিবীর ১৭তম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে এই নেদারল্যান্ড। পৃথিবীর বৃহত্তম ফুলবাগান ও সমুদ্রের নীল পানি ও সবুজের জলরাশি মিলেই যে দেশে সেটি নেদারল্যান্ড (Netherlands)। ইউরোপের অন্যতম আকর্ষণীয় টুরিস্ট প্লেস (Tourist place) এর মধ্যে একটি হল অ্যামসস্ট্রাডাম নেদারল্যান্ড অবস্থিত।
উচ্চশিক্ষা অর্জনে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে মানুষজন পাড়ি জমায় নেদারল্যান্ডে (Netherlands)। এই নেদারল্যান্ডের জনসংখ্যা কম হওয়ায় খুব সহজেই নেদারল্যান্ডে ভিসা পাওয়া যায়। উচ্চ শিক্ষার জন্য নেদারল্যান্ড দেশ জনপ্রিয় দেশগুলোর মধ্যে একটি। তাই শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে সহজে ভিসা পাওয়া যায় এমন দেশগুলোর মধ্যে নেদারল্যান্ড অন্যতম।
শেষ কথা
ইউরোপের দেশে ভিসা পাওয়াটা কিছুটা কঠিন হলেও ইউরোপের কিছু কিছু দেশে ভিসা খুব সহজে পাওয়া যায় যা আমি উপরেই উল্লেখ করেছি। আশা করি, এ থেকে আপনি তথ্যবহুল একটি ধারণা পাবেন।
প্রিয় পাঠক, আশা করি আপনি ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় এ সম্পর্কে জানতে পেরেছেন। আজ আমরা ইউরোপের দেশের ভিসা পাওয়া সম্পর্কে জানলাম। আপনি যদি এই সম্পর্কের না জেনে থাকেন তাহলে অবশ্যই ভাল হবে জেনে নিন।
কারণ ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় আপনার এই বিষয়ে যেনে রাখা উচিত। করণ এই বিষয়গুলি আপনাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই ইউরোপের দেশের ভিসা পাওয়া সম্পর্কে জানতে আমাদের সম্পুর্ন পোস্ট মনোযোগ সহকারে পড়ুন।
ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় এই নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর / FAQ’s
১. বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে?
সৌদি আরব, কানাডা, সুইডেন, মারিশাস, রোমানিয়া, বাহরাইন, ব্রুনাই, কেনিয়া, জর্জিয়া, বেলারুশ, জর্ডান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, তাওয়ান, মরক্কো, বুলগেরিয়া, অস্ট্রিয়া, কাতার, লিবিয়া, পোল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, আলজেরিয়া, মেক্সিকো, জার্মানি, মালটা, হাঙ্গেরি, ফিজি, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, লিথুনিয়া, কোরিয়া, কুয়েত, ওমান, মালদ্বীপ, মালয়েশিয়া।
২. কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
রোমানিয়া, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, মালটা যেতে পারবেন।
৩. ইউরোপের কোন দেশে যাওয়া সহজ ২০২৩?
ইউরোপের যে ৭ দেশের ভিসা খুবি সহজে পাওয়া যায়, তাহলো- ১.সুইজারল্যান্ড ২.ফ্রান্স ৩.লিশটেনস্টাইন ৪.লিথুয়ানিয়া ৫.পর্তুগাল ৬.লাটভিয়া ৭.মাল্টা।
৪. ইউরোপ যেতে কত টাকা লাগে?
সাধারনত বাংলাদেশ থেকে ইউরোপ দেশগুলি যেতে ৮-১০ লক্ষ টাকা লাগে। তবে ইউরোপের বিভিন্ন দেশের জন্য বাংলাদেশ থেকে যাওয়ার খরচ সময় ও দেশ ভেদে কম বেশি হয়ে থাকে।
৫. ইতালি যেতে কত টাকা লাগে?
সাধারণত ওয়ার্ক পারমিট ভিসায় ইতালি যেতে খরচ হয় প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা। তবে কোন দালাল বা এজেন্সির মাধ্যমে যদি ভিসা সংগ্রহ করেন তাহলে ১৫ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে।
আরও পড়ুন-
আমেরিকা টুরিস্ট ভিসা