দুসাই রিসোর্ট ভ্রমণ গাইড ও বিভিন্ন খরচ সমূহ

দুসাই রিসোর্ট

দুসাই রিসোর্ট এন্ড স্পা বাংলাদেশের প্রথম পাঁচ তারকা মানের বুটিক ভিলা রিসোর্ট হিসাবে পরিচিত, যা ২০১৭ সালে বিশ্ব বিলাসবহুল হোটেল পুরস্কার অর্জন করে। 

এটি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার – শ্রীমঙ্গল মহাসড়কের গিয়াসনগরে অবস্থিত। এই রিসোর্টটি সতেরো একর জায়গা নিয়ে সুদৃশ্য লেক ও পাহাড়ের উপর ট্রপিক্যাল গাছের সারির পরিবেষ্টিতে গড়ে উঠেছে।

রিসোর্টে প্রবেশ করলে মনে হয় কোনো শিল্পীর নিপুন হাতে তৈরী এক আলোক চিত্রের মতো। দুসাই রিসোর্ট এন্ড স্পা’ টির কটেজগুলো কুঁড়েঘর আকৃতির তৈরী এবং পরিবেশবান্ধবতার জন্য একটি আদর্শ জায়গা। 

এই রিসোর্টটি ২০১৭ সালের ২রা ডিসেম্বরে World Luxury Hotel Award এবং International Design Award অর্জন করেছে চমকপ্রদ নকশাশৈলী ও গাঠনিক সৌন্দর্যের কারণে। প্রতি বছর এই রিসোর্টটি বিদেশ থেকে অনেক পর্যটক আসে এবং তারা এখানে পরিদর্শন করে।

আরও পড়ুনঃ- কক্সবাজার সমুদ্র সৈকত ছবি সহ ভ্রমণ বিষয়ক তথ্য

দুসাই রিসোর্ট এন্ড স্পা’ তে খরচ

দুসাই রিসোর্ট dusai resort
দুসাই রিসোর্ট

দুসাই রিসোর্ট এন্ড স্পা’ তে অবকাশ যাপনের জন্য অগ্রিম বুকিং করে আসতে হয়। এই রিসোর্টে দুই ক্যাটাগরিতে থাকার ব্যবস্থা আছে একটি হলো হোটেল এবং অন্যটি ভিলা। হোটেল ক্যাটাগরিতে দুই ধরণের রুম রয়েছে সুপিরিয়র কিং এবং প্রিমিয়াম কিং। 

সুপিরিয়র কিং’ এ এক রাতের জন্য বুকিং দিতে গুনতে হয় ১২,০০০ টাকা এবং ‘প্রিমিয়াম কিং’ এ এক রাতের জন্য বুকিং দিতে গুনতে হয় ১৪,০০০ টাকা। অপরদিকে ভিলা ক্যাটাগরিতে সাত ধরণের রুম রয়েছে – ভিলা ডিলাক্স কুইন, ভিলা ডিলাক্স কিং, ভিলা সুইট সি, ভিলা সুইট বি, ভিলা সুইট এ, হানিমুন ভিলা এবং প্রেসিডেন্টশিয়াল ভিলা।

এইসব গুলো ভিলাতে এক রাতের জন্য বুকিং দিতে খরচ পড়বে :

  • ভিলা ডিলাক্স কুইন – ১৬,০০০ টাকা। 
  • ভিলা ডিলাক্স কিং – ১৯,০০০ টাকা। 
  • ভিলা সুইট  সি – ২২,০০০ টাকা। 
  • ভিলা সুইট  বি – ২৮,০০০ টাকা। 
  • ভিলা সুইট  এ – ৩২,০০০ টাকা। 
  • হানিমুন ভিলা – ৫০,০০০ টাকা। 
  • প্রেসিডেন্টশিয়াল ভিলা – ৮০,০০০ টাকা।

দুসাই রিসোর্টে খাওয়ার ব্যবস্থা

দুসাই রিসোর্ট এন্ড স্পা তে খাওয়ার ব্যবস্থা খুব উন্নত। এই রিসোর্টে ৪টি রেস্টুরেন্ট ও ক্যাফে রয়েছে। সেই সাথে মেনু দেখে খাবার অর্ডার করার সুযোগ রয়েছে।

বানানা লীফ রেস্টুরেন্ট, টি ভ্যালী রেস্টুরেন্ট, ভ্যালী ক্যাফে এন্ড বার লাউঞ্জ, শীষা লাউঞ্জ। দুসাই রিসোর্ট এন্ড স্পা’ তে অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে তবে বেশ কিছু সুবিধা নেওয়ার জন্য আপনাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

দুসাই রিসোর্ট এন্ড স্পা’ তে অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে

  • কিডস জোন 
  • গেম জোন 
  • ফিশিং এর ব্যবস্থা
  • মুভি দেখার জন্য সিনেপ্লেক্সের ব্যবস্থা 
  • তিন স্তর বিশিষ্ট সুইমিং পুল 
  • টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট 
  • কনফারেন্স রুম 
  • বারবিকিউ এর আয়োজন 
  • এসি মসজিদ 
  • সাইকেল রাইডিং 
  • ব্যায়ামাগার 
  • বিনামূল্যে ওয়াইফাই সার্ভিস তো আছেই
  • এছাড়াও রয়েছে খেলাধুলা করার জন্য যাবতীয় সরঞ্জাম

কিছু বিষয় 

  • সকল ধরণের বুকিং মূল্যের সাথে ১৫%ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য। 
  • উল্লেখিত মূল্য পরিবর্তনশীল। 
  • বিশেষ ছুটির দিন বা বিশেষ উপলক্ষে এই রিসোর্টে বুকিংয়ের সাথে বিভিন্ন অফার প্রদান করে থাকে।

যেভাবে যাবেন

দুসাই রিসোর্ট এন্ড স্পা মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং শ্রীমঙ্গল থেকে যাতায়ত খুব সহজ। ঢাকা থেকে শ্রীমঙ্গলে যেতে সড়ক এবং রেল দুটি উপায় আছে। সড়ক মাধ্যমে ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব ১৮২ কিঃমিটার এবং রেল মাধ্যমে ১৮৫ কিঃমিটার।

সড়কপথে শ্রীমঙ্গল যেভাবে যাবেন

বাসে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য সর্বপ্রথমে ঢাকার উত্তরা, মহাখালী, সায়দাবাদ, ফকিরাপুল এবং অন্যান্য স্থানে হানিফ, এনা, গ্রিন লাইন, সিলেট এক্সপ্রেস এবং শ্যামলী পরিবহনের এসি/নন এসি বাসগুলি পাওয়া যায়।

সড়কে যাওয়ার জন্য সময় লাগে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা। নন-এসি বাসে প্রতি ব্যক্তির ভাড়া হয় প্রায় ৩৫০-৪০০ টাকা এবং এসি বাসে ভাড়া হয় প্রায় ৬০০ টাকা থেকে শুরু।

রেলপথে শ্রীমঙ্গল যেভাবে যাবেন

ট্রেনে ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য প্রথমে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন অথবা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে। সেখান থেকে উপবন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কলনী এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন শ্রীমঙ্গলের দিকে রয়েছে।

রেলপথে যাওয়ার জন্য সময় লাগে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা। ট্রেনে শ্রেণীভেদে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৬৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০৯৯ টাকা।

আকাশপথে শ্রীমঙ্গল যেভাবে যাবেন

আকাশ পথে আপনি সরাসরি শ্রীমঙ্গল বা দুসাই রিসোর্টে যেতে পারবেন না। এজন্যে আপনাকে সর্বপ্রথম ঢাকা থেকে সিলেট যেতে হবে। তারপর সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গল বা দুসাই রিসোর্টে যেতে হবে। আকাশ পথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব ১২১ মাইল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার এবং ইউ এস বাংলা এয়ারলাইন্সের বেশ কিছু বিমান ঢাকা বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আকাশ পথে সিলেট যেতে সময় লাগে মাত্র ৪৫-৫০ মিনিট।

আকাশপথে সিলেট যাওয়ার জন্য শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে :

– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে – ২,৫০০ থেকে ৭,৫০০ টাকা।

– নভো এয়ারলাইন্সে – ২,৭০০ থেকে ৬,৬০০ টাকা।

– ইউ এস বাংলা এয়ারলাইন্সে – ২,৬৯৯ থেকে ৮,০০০ টাকা।

তবে ভ্রমণ করার আগে টিকেট বুকিং করে রাখলে অতিরিক্ত টাকা গুনতে হবে না।

তারপর সিলেট বিমানবন্দর থেকে শ্রীমঙ্গল যেতে হলে সর্বপ্রথম সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে আসতে হবে। সিলেট বিমানবন্দর থেকে কদমতলীর দুরুত্ব ১০.৪ কিঃ মিঃ।

সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বি আর টি সি) এসি বাস পেয়ে যাবেন। বাসে শ্রীমঙ্গল যেতে ভাড়া পড়বে জনপ্রতি ২৩৫ টাকা।

চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গল যেভাবে যাবেন

চট্টগ্রাম থেকে বাসে অথবা ট্রেনে শ্রীমঙ্গল যাওয়া যাবে। চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে চাইলে পাহাড়িকা কিংবা উদয়ন এক্সপ্রেস ট্রেনের যে কোন একটিতে চেপে বসতে হবে আপনাকে।

এই ট্রেন দুটি সপ্তাহের ৬ দিন চলাচল করে। চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে ট্রেনে যাওয়ার জন্য শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া ১৫০ টাকা থেকে শুরু।

শ্রীমঙ্গল থেকে দুসাই রিসোর্ট এন্ড স্পা’ তে যেভাবে যাবেন

শ্রীমঙ্গল থেকে রিসোর্টের দুরুত্ব ১৫.১ কিঃ মিঃ। শ্রীমঙ্গল থেকে সিএনজি করে রিসোর্টে যেতে পারবেন ভাড়া পড়বে ১৫০-৩০০ টাকা।

তবে চাইলে রিসোর্টের নিজস্ব গাড়িতে করে যেতে পারবেন কিন্তু তার জন্য রিসোর্টের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসতে হবে, একইসাথে অতিরিক্ত ৩৫০০ টাকাও গুনতে হবে।

আরও পড়ুনঃ-

হিল তাজ রিসোর্ট ভ্রমণ, খরচ ও ভ্রমনের সকল তথ্য

মন্তব্য করুন