ঢাকা টু কলকাতা হলিডে প্যাকেজ
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এই ইউএস-বাংলা (us-bangla) যাত্রা শুরুর পরে থেকে যাত্রিদের গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে। যাত্রীদের ভ্রমন আরও সুন্দর ও সাচ্ছন্দ্যময় করার জন্য ইউএস-বাংলা বিভিন্ন গন্তব্যে ন্যূনতম খরচে দিচ্ছে আকর্ষণীয় ঢাকা টু কলকাতা হলিডে প্যাকেজ (holiday package) ।
কম খরচে বিদেশ ভ্রমন ও বিমানে ভ্রমনের সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমান ইউএস-বাংলা এয়ারলাইন্স (us bangla airlines) অভ্যন্তরীণ গন্তব্য ঢাকা টু কক্সবাজার (dhaka to cox’s bazar), চট্টগ্রাম (dhaka to chittagong), সিলেট (dhaka to sylhet), যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী (rajshahi to dhaka) রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া আন্তর্জাতিক গন্তব্য কয়েকটি দেশ সার্ভিস দিয়ে থাকে,কলকাতা, চেন্নায়, মাস্কাট, দোহা, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এবারে আলোচনা করবো ইউএস-বাংলার ঢাকা টু কলকাতা (dhaka to kolkata) হলিডে প্যাকেজ (us bangla holiday package) এর সকল তথ্য নিয়ে।
আরও পড়ুনঃ আমেরিকা টুরিস্ট ভিসা
ইউএস-বাংলা হলিডে প্যাকেজ
বাংলাদেশি পর্যটকদের বিদেশ ভ্রমণকারী সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স (us bangla airlines) দেশীয় পর্যটকদের ভ্রমণকে আকর্ষণীয় করার জন্য দিচ্ছে ঢাকা টু কলকাতা (dhaka to kolkata) হলিডে প্যাকেজ। ১০০ বছরের পুড়ানো অপূর্ব সৌন্দর্য শহর উপভোগ করার জন্য ইউএস-বাংলার (us-bangla) ঢাকা-কলকাতা হলিডে প্যাকেজ দুই রাত তিন দিন থাকা, ঢাকা টু কলকাতা টু ঢাকা এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল- এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরো নানাবিধ সুবিধা রয়েছে ট্যুর প্যাকেজে।
- উপোভগ করুন ৩ দিন ২ রাত
- শুরু হচ্ছে মাত্র ১৯১০০/- থেকে /PER PERSON ২৩০০০/ টাকা
প্যাকেজের মধ্যে যা থাকছেঃ
- সবধরনের ট্যাক্সসহ (ঢাকা-কোলকাতা-ঢাকা) টিকিট
- ২ রাত যাপনের অবকাশ।
- সকালের নাস্তা/সাহরি।
- বিমানবন্দর হোটেল-বিমানবন্দর আসা এবং যাওয়া।
- এর সাথে পরিপূরক হিসেবে থাকছে ১ ঘন্টার জন্য সুইমিংপুল এবং ফ্রি ওয়াইফাই।
- দুপুরের ও রাতের খাবার
- যাতায়াত ব্যাবস্থা
- ট্রাভেল ইন্সুরেন্স
প্যাকেজের শর্তাবলি:
- সম্পূর্ণরূপে অ-বিনিময়যোগ্য/অ ফেরতযোগ্য
- অফার শুধুমাত্র আমাদের সেলস আউটলেট এবং হলিডে অফিস থেকে পাওয়া যায়
- ব্ল্যাকআউট তারিখে উপলব্ধ নয়
- প্যাকেজ শুধুমাত্র গ্রহণের উপর প্রাপ্যতা সাপেক্ষে
- শর্তাবলী প্রযোজ্য হতে পারে
ঢাকা টু কলকাতা বিমান টিকেট কত
কলকাতা ভ্রমণ আনন্দময় করতে ইউএস-বাংলার (us-bangla package) আকর্ষণীয় প্যাকেজ রয়েছে। কলকাতায় ভ্রমণকারী যাত্রীদের পছন্দ অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে সকাল ১০টা ১৫ মিনিটে এবং বিকেল ৫টা ১৫মিনিটে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং স্থানীয় সময় যথাক্রমে সকাল ১০টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৪৫ মিনিটে কলকাতায় অবতরণ করে।
পুনরায় কলকাতার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকায় দুপুর ১টা ও রাত ৮টায় অবতরণ করে। বর্তমানে ইউএস-বাংলা (us-bangla) প্রতিদিন ঢাকা থেকে ২ বার ও চট্টগ্রাম থেকে ১ বার কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলকাতার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে অবতরণ করে। পুনরায় কলকাতা থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে অবতরণ করে।
উন্নত সেবা ও কম ভাড়ার কারণে ঢাকা টু কলকাতা রুটে বিমান ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা থেকে কলকাতার বিমান ভাড়া সবসময় পরিবর্তনশীল। ভ্রমণের তারিখ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে।
সবধরনের ট্যাক্স ও সারচার্জ মিলে ইকোনমি ক্লাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে কলকাতার সর্বনিম্ন ভাড়া ৭ হাজার ৩৮৮ টাকা। রিটার্ন ভাড়া সর্বনিম্ন ১৩ হাজার ৮৪১ টাকা। ঢাকা থেকে কলকাতা রুটে বিমান বাংলাদেশের সর্বনিম্ন ভাড়া ৬ হাজার ৮২২ টাকা এবং রিটার্ন ১৩ হাজার ৭৪৬ টাকা।
কম খরচে আবাসিক হোটেল
১। হোটেল হাউজ 43, কলকাতা (Hotel Housez 43, Kolkata)
প্যাকেজঃ Standard ও Delux
খরচঃ ১৯০৯০ টাকা -২৪০৯০ টাকা
২। হোটেল কেম্পটন, কলকাতা (Hotel Kempton, Kolkata)
প্যাকেজঃ Delux, Executive Suite, Extra Bed
খরচঃ ২০৪৯০ টাকা – ২৬৭৯০ টাকা
৩। হোটেল পিয়ারলেস ইন, কলকাতা (Hotel Peerless Inn, Kolkata)
প্যাকেজঃ superior, Extra bed
খরচঃ ১১৯৯০ টাকা – ২২৯৯০ টাকা
অফার সময়ঃ ১৯ এপ্রিল ,২০২৩ থেকে ৩১ অক্টোবর ২০২৩
এই অফারটি অন্তত ২ জনের জন্য প্রযোজ্য।
যেকোনোরকম পরিবর্তনযোগ্য।
অফারটি শুধুমাত্র সেলস অফিস থেকেই নিতে হবে।
দয়া করে আপনার নিকটস্থ ইউএস-বাংলার সিটি সেলস অফিসে যোগাযোগ করুন।
যে কোনো প্রয়োজনে আমাদের হলিডে টিমের সাথে দয়া করে যোগাযোগ করুনঃ ০১৭৭৭৭৭৭৮৮১- ০১৭৭৭৭৭৭৮৮২- ০১৭৭৭৭৭৭৮৮৩
পরিশেষে
ইউএস – বাংলার ঢাকা টু কলকাতা (dhaka to kolkata) প্যাকেজটি বর্তমানে চালু রয়েছে। তবে যেকোনো সময় তা পরিবর্তন হতে পারে। ঢাকা থেকে কলকাতা যাবার সময় অবশ্য পাসপোর্ট থাকতে হবে। প্লেনের টিকিট সুবিধা মত এক মাস বা কিছু আগে কেটে রাখা ভাল এতে খরচ অনেকটা কম হয়।
রবিবার টিকিটের দাম কিছুটা বেশি হয়। তাই ওয়েব সাইট থেকে ভালভাবে জেনে টিকিট কাটতে হবে। প্যাকেজ নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। তাই চেষ্টা করুন অফারের মধ্যে কলকাতা ঘুরে আসার। আশা করছি এই আর্টিকেলের মাধ্যমে সঠিক তথ্য জানতে পেরেছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স – ঢাকা টু কলকাতা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর / FAQ
১। ঢাকা থেকে কলকাতা বিমান ভাড়া কত?
উত্তরঃ ঢাকা থেকে কলকাতা রুটে বিমান বাংলাদেশের সর্বনিম্ন ভাড়া ৬ হাজার ৮২২ টাকা এবং রিটার্ন ১৩ হাজার ৭৪৬ টাকা।
২। কলকাতা কিসের জন্য বিখ্যাত?
উত্তরঃ কলকাতা জয়ের শহর উপাধির জন্য বিখ্যাত। কলকাতা, পূর্বে কলকাতা নামে পরিচিত, পশ্চিমবঙ্গের রাজধানী শহর যা তার বৈচিত্র্যময় ইতিহাসের জন্য খুবই জনপ্রিয়।
৩। ঢাকা টু কলকাতা বাস ভাড়া?
উত্তরঃ আপনি ঢাকা থেকে কলকাতা এসি এবং ননএসি বাসে যেতে পারেন। তবে এসি বাসের ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা এবং নন এসি বাসের ভাড়া অনেকটা কম।
৪। কলকাতার দর্শনীয় স্থান গুলো কি কি?
উত্তরঃ ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, প্রিন্সেপ ঘাট, বিড়লা প্ল্যানেটেরিয়াম, আলিপুর জুলজিক্যাল গার্ডেন, সায়েন্স সিটি, সেন্ট পলস ক্যাথেড্রাল
৫। কলকাতা থেকে বাংলাদেশ বিমান ভাড়া কত?
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসে ঢাকা থেকে কলকাতার সর্বনিম্ন ভাড়া ৭ হাজার ৩৮৮ টাকা। রিটার্ন ভাড়া সর্বনিম্ন ১৩ হাজার ৮৪১ টাকা।
আরও পড়ুন-
নেপাল ভ্রমন | নেপাল ভ্রমণ খরচ ও ভ্রমন গাইড