ছাগলকান্দা ঝর্ণা ভ্রমণ তথ্য ও যাবতীয় খরচ সমুহ

ছাগলকান্দা ঝর্ণা

চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলায় সাধারণত ছাগলকান্দা ঝরণার অবস্থান। ছাগলকান্দা ঝরণা হচ্ছে অনেক সুন্দর একটি জলপ্রপাত। এখানে গেলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। ছাগলখানা ঝর্নার ট্রেইলের সকল ট্রেইলের থেকে অনেক সৌন্দর্য বহন করে এবং সকল ট্রেইলের থেকে অপরিচিত একটা ট্রেইল।

অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ঝর্ণাটি দেখতে হলে আপনি চট্টগ্রামে আসতে হবে। এই ঝর্ণাটি প্রকৃতি প্রেমিকদের কাছে অনেক সৌন্দর্য বহন করে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা একবার হলেও ছাগলকান্দা ঝর্ণা দেখতে 

আসবেন। আপনি যদি এই ছাগলকান্দা ঝর্ণা দেখে না যান তাহলে আপনি খুবই বড় একটি সৌন্দর্য মিস করে ফেলবেন। এই ঝর্ণাতে একটি ধাপ নয় রয়েছে তিন তিনটা ধাপ। আপনি আমাদের আজকের আর্টিকেল যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে ছাগলকান্দা ঝরণার সৌন্দর্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।


আরও পড়ুনঃ মেরিন ড্রাইভ রোড, ভ্রমন গাইড ও দর্শনীয় স্থানসমুহ


ছাগলকান্দা ঝর্ণার সৌন্দর্য

ছাগলকান্দা ঝর্ণা

ছাগলকান্দা ঝর্ণায় যাওয়ার পর আপনি এর আশেপাশে আরো কয়েকটি ছোট ছোট সুন্দর ঝর্না দেখতে পারবেন। তবে সব ঝর্ণার থেকে সৌন্দর্য বেশি বহন করে আছে আমাদের এই ছাগলকান্দা ঝর্ণা। বড় দারোগারহাট থেকে মহাসড়ক করে এর উত্তর দিকে অর্থাৎ ঢাকার দিকে করে আসলে আপনি প্রথমে একটি ইটখোলা দেখতে পাবেন।

আপনি ইটখোলা পার হওয়ার পরে দানের প্রথম মাটির রাস্তা ধরে একটু পথ হাঁটতে হবে। আপনি রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর প্রায় 20 মিনিট পর আপনি দেখতে পারবেন একটি ছোট ঝর্ণা। 

এই ঝর্ণাটির নাম হচ্ছে কমলদহ ঝর্ণা। এটি শুধু ঝর্ণা নয় মূলত এটি একটি ক্যাসকেড। আপনি কি ভাবছেন আমি কোন ঝর্নার কথা বলছি, আমি ছাগলকান্দা ঝর্ণার কথাই বলছি, কারণ এই ঝর্ণাকে কমলদহ ঝর্ণাও বলা হয়ে থাকে। ছাগলকান্দা ঝর্ণা মূলত তিন ধাপের।

এই জলপ্রপাত এর নিচ থেকে শুধুমাত্র আপনি একটি ঝর্ণা দেখতে পারবেন। আপনি যদি বাকি আরো দুই ধাপ দেখতে চান তাহলে আপনাকে ঝর্ণা বেয়ে উপরে উঠতে হবে। 

তবেই আপনি দেখা পাবেন বাকি দুই ধাপ ঝর্ণার। আপনি যদি উপরে ওঠেন তাহলে অনেক সাবধানতার সাথে উঠতে হবে কারণ উপরের অংশটুকু হচ্ছে অনেক পিচ্ছিল এবং স্যাঁতস্যাঁতে ভাব। যেকোন মুহূর্তে পা পিছলে পড়ে যেতে পারেন। আপনি চাইলে গোসল করতে পারবেন।

এখানে গোসলের পারমিশন পাওয়া যায়। আপনি ঝর্ণায় ঢুকার পর হাঁটতে হাঁটতে প্রায় 30 মিনিট পর দেখতে পাবেন ইংরেজিতে বড় করে লেখা Y। আপনি যদি ভাল করে খেয়াল করেন তাহলে বুঝবেন যে প্রত্যেকটি পথ Y আকার ধারণ করেছে। ঝর্ণাগুলোর গভীরতা রয়েছে অনেক। তাই সাবধানতা অবলম্বনের সাথে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন।

আশেপাশের কিছু দর্শনীয় স্থান 

ছাগলকান্দা ঝর্ণা দেখতে গিয়ে তার আশেপাশের আরও বিভিন্ন দর্শনীয় স্থান ও উপভোগ করতে পারবেন। ছাগলকান্দা ঝর্ণা এর আশেপাশের কিছু দর্শনীয় স্থান হচ্ছে, সীতাকুন্ড পার্ক, গুলিয়াখালি সমুদ্র সৈকত, ইন্দ্রনাথ মন্দির সহ আরো বিভিন্ন দর্শনীয় স্থান। ছাগলকান্দা ঝর্ণার আশেপাশের সেই দর্শনীয় স্থানগুলোর বিস্তারিত জেনে আসি। 

সীতাকুন্ড পার্ক

সীতাকুণ্ড পার্ক বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি পার্ক ছাগলকান্দা ঝর্ণা কিছুদূর পরেই।  চট্টগ্রাম জেলা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই পার্কের অবস্থান। যা বর্তমান সময়ে অসাধারণ এক পর্যটক স্থান হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। শুধু পার্ক নয় এখানে রয়েছে আরও দুইটি ঝর্ণা।

একটি নাম হচ্ছে সহস্রো ধারা এবং অন্যটির নাম হচ্ছে সুপ্ত ধারা। এখানে প্রবেশ মূল্য মাত্র ২০ টাকা। এখানে চাইলে আপনি অনায়াসে পিকনিক ও করতে পারবেন। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। এবং অন্যান্য সকল সুযোগ সুবিধাও রয়েছে।

গুলিয়াখালি সমুদ্র সৈকত

চট্টগ্রাম জেলায় গুলিয়াখানি সমুদ্র সৈকত অবস্থিত। গুলিয়াখানি বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকতের অবস্থান। ছাগলকান্দা ঝর্ণা দেখতে গিয়ে এই গুলিয়াখালি সমুদ্র সৈকত ও ভ্রমন করে আসতে পারবেন। এখানকার মানুষের কাছে মুরাদপুর বীচ নামেও এটি অনেক পরিচিত।

অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে এই গুলিখালি সমুদ্র সৈকত। এখানে অনেক প্রজাতির গাছ-গাছালি রয়েছে। আপনি চাইলে গুলিয়াখালি সমুদ্র সৈকত পর্যটনের জন্য যেতে পারেন। এটি অনেক সুন্দর একটি ভ্রমণীয় জায়গা।

ইন্দ্রনাথ মন্দির

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় ইন্দ্রনাথ মন্দির অবস্থিত হয়েছে। সীতাকুন্ড বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এই মন্দিরটির অবস্থান। মন্দির ছাড়া আপনি এখানে আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কারণ এই মন্দিরটি উঁচু পাহাড়ের উপর গড়ে উঠেছে।

তাই আপনি মন্দির প্রদর্শনের পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি এখানে গেলে অনেক হিন্দু ধর্মালম্বীদের চলাফেরা, তাদের পোশাক-আশাক, তাদের ঘরবাড়ি উপভোগ করতে পারবেন। 

তারা সাধারণত তাহারি নিয়ম মেনে সব কর্মকাণ্ড করে। পাহাড়ি পথে ওটার সময় এখানে অনেক সুন্দর সিঁড়ি পাওয়া যায়। এক কথায় আপনি এখানে গেলে মন্দিরের পাশাপাশি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি ভ্রমণের জায়গা।

এগুলো ছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর আরো বিভিন্ন জায়গা রয়েছে আপনি চাইলে সেগুলোও দেখতে বা উপভোগ করতে পারবেন। ছাগলকান্দা ঝর্ণা ভ্রমনে গেলে হাতে কয়েকদিন সময় নিচে যাবেন,যাতে তার আশেপাশের প্রতিটি দর্শনীয় স্থানগুলোও ভ্রমণ করতে পারেন।

কিভাবে যাবেন 

চট্টগ্রামগামী যেকোন বাসে ঢাকা থেকে সীতাকুণ্ড এর বড় দারোগাহাট বাজারে নামবেন। এখানের ভাড়া পড়বে ৪০০-১২০০ টাকার মধ্যে মানভেদে। এছাড়াও ট্রেনে যাতায়াত করতে পারবেন, চট্টগ্রামের কদমতলী শুভপুর স্টেশন থেকে চয়েসে যেতে পারবেন। ভাড়া পড়বে ৮০ টাকার মতো।

এছাড়াও মিনিবাসে করেও যেতে পারবেন। বড় দারোগার হাট থেকে লেগুনাতে করে ইট ভাটার পর্যন্ত। তার পরের রাস্তা দিয়ে পূর্ব দিকে ২০ থেকে ২৫ মিনিটের মত হাঁটার পথ রয়েছে। যেতে যেতে প্রথমেই দেখতে পারবেন কমলদহ ঝর্ণার। বাকী কিছু পথ ছড়া ধরে গেলেই দেখতে পাবেন ছাগলকান্দা ঝর্ণা।

কোথায় থাকবেন 

মিরসরাইতে রাত্রিযাপন করার মতো তেমন কোনো আবাসিক হোটেল নেই। সেজন্য আপনাকে থাকতে হবে সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে বাজারের মধ্যে কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সাইমুন হোটেল। এর ভাড়া পড়বে প্রায় ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

খুব বেশি উন্নত মানের রেস্তোরাঁ বা হোটেল পাওয়া যাবে না এখানে। তাছাড়াও সরকারি প্রতিষ্ঠানের ডাকবাংলোও রয়েছে। আবার আরো কিছুটা ভালো মানের হোটেল পাওয়া যাবে বারৈয়ারহাট বা ভাটিয়ারীতে। এগুলোর সিঙ্গেল রুম নন এসির ভাড়া ৬০০ টাকা এবং দুই বিছানার এসি রুমের ভাড়া পড়বে ১২০০ টাকা।

কোথায় খাবেন 

সীতাকুণ্ডে খাবারের কয়েকটি হোটেলই রয়েছে। মোটামুটি ভালো মানেরই খাবার পাওয়া যায় হোটেলগুলোতে। আল আমীন হোটেলের খাবারের মান বেশ ভালো তবে অন্যন্যা হোটেলগুলোর মানও ভালো আছে। 

শেষ কথা 

আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি চট্টগ্রামের সীতাকুণ্ডের দর্শনীয় স্থান ছাগলকান্দা ঝর্ণা সম্পর্কে এবং তার আশেপাশের দর্শনীয় কিছু স্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে পারলেন। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে নিজেকে একটু প্রশান্তি দিতে মাঝেমধ্যে ভ্রমন করার প্রয়োজন হয়ে উঠে। সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমন করুন। ধন্যবাদ।

আরও পড়ুন-

 সোনাদিয়া দ্বীপ

ভুটান ভ্রমণ – ভ্রমন পরিকল্পনা ও খরচ

মন্তব্য করুন