ইতালির ভিসা
ইতালির ভিসা (Italy Visa) সমৃদ্ধশালী অর্থনীতি, শৈল্পিক ঐতিহ্য এবং সর্বোচ্চ নাগরিক সুবিধার পাশাপাশি মাতৃকালীন ছুটি বেশি প্রদান করা একটি ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে ইতালি অনেক বেশি জনপ্রিয়। তাই আজ আমরা জানব, ইতালি ভিসা প্রসেসিং সম্পর্কে সকল কিছু।
প্রতি বছর বাংলাদেশ থেকে পড়াশোনা, ভ্রমণ (vromon) এবং কাজের জন্য অনেক মানুষ ইতালিতে গিয়ে থাকে। ইতালি সরকার প্রতি বছর অনেক সংখ্যক প্রবাসিকে কাজের জন্য ভিসা (visa) প্রদান করে থাকে। আর এই বছরেও ইতালি সরকার ২০২৩ সালে তাদের কৃষি, কন্সট্রাকশন, হসপিটালিটি ও ট্যুরিজম এবং ম্যানুফেকচারিং খাতে অনেক সংখ্যক প্রাবসি নিবে।
আর এই বিপুল সংখ্যক প্রাবসীর মধ্যে এশিয়ার থেকে বেশি নিবে বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্রমন্ত্রণালয় (ministry of foreign affairs)। ইতালির পররাষ্ট্রমন্ত্রাণলায়ের একটি তথ্য অনুসারে তারা এই বছরে তাদের দেশের কাজের জন্য ৮২,৭০৫ জন প্রবাসি কে নিয়োগ দিবে। আর এই সংখ্যার মধ্যেকার অধিকাংশই হবে সিজনাল ভিসা।
তাই যারা ২০২৩ সালে ইতালি যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আর্টিকেলটি। তবে ইতালিতে যাওয়ার জন্য যেহেতু ভিসার আবেদন করাটা প্রধান কাজ এবং আপনি কোন ভিসার জন্য যেতে চাচ্ছেন সেটাও যেহতু জানা দরকার তাই আজকের আর্টিকেলটি অনেক বেশি কাজে দিবে।
আর বর্তমানে ইতালির ভিসা আবেদন টি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পূরণ করা যায়। তাই অবশ্যই ভিসার আবেদন ফর্মটি অনলাইনেই পাওয়া যায়।আজকের আর্টিকেলের মাধ্যমে ইতালি ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে একটি নির্দিষ্ট তথ্য দেওয়া হবে এবং ভিসা আবেদন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন পাশাপাশি পূরণ করবেন এই বিষয়েও আলোচনা করা হবে।
আরও পড়ুনঃ থাইল্যান্ড ভিসা | থাইল্যান্ড টুরিস্ট ভিসা প্রসেসিং প্রক্রিয়া ২০২৩
ইতালি ভিসা প্রসেসিং (Italy Visa Processing)
ইতালি (Italy) সরকার বিভিন্ন প্রকারের ভিসা প্রদান করে থাকেন। নিন্মে ইতালি ভিসা ২০২৩ ও ইতালি ভিসা প্রসেসিং সম্পর্কে উল্লেখ করা হলোঃ-
- ইতালিয়ান এয়ারপোর্ট ট্রানজিট ভিসা – যাদের শেনজেন এলাকার বাইরে তাদের ভ্রমণের গন্তব্য দেশে পৌঁছানোর জন্য ইতালীয় বিমানবন্দরগুলির মধ্যে একটি দিয়ে ট্রানজিট করতে হবে তাদের জন্য
- ইতালিয়ান ট্যুরিস্ট/ভিজিটর ভিসা – যারা ইতালিতে ছুটি কাটাতে, দর্শনীয় স্থান ভ্রমণ করতে বা ইতালিতে বসবাসকারী বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে দেখা করতে ইচ্ছুক তাদের জন্য।
- ইতালীয় ব্যবসায়িক ভিসা – ব্যবসায়িক ব্যক্তিদের জন্য যাদের ইতালিতে ব্যবসা – সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে তাদের জন্য।
- অফিসিয়াল ভিজিটের জন্য – অফিসিয়াল ট্রিপে ইতালিতে আসা অফিসিয়াল প্রতিনিধিদের জন্য।
- ইতালীয় মেডিকেল ভিসা – ইতালিতে চিকিৎসা নিচ্ছেন এমন লোকদের জন্য।
- ইটালিয়ান স্টাডি ভিসা – যে ছাত্ররা ইতালির একটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন মাস পর্যন্ত কোর্সে যোগ দিতে চায় তাদের জন্য।
- সাংস্কৃতিক, খেলাধুলা এবং অভিনেতাদের জন্য ইতালীয় ভিসা – যারা ইতালিতে খেলাধুলা, সাংস্কৃতি কিংবা অভিয়ন এই সকল কার্যকলাপে অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য।
- ইতালি কাজের ভিসা – ইতালি কাজের ভিসা দুই ধরণের হয়ে থাকে একটি হলো সিজনাল ভিসা আর আরেকটি হলো নিয়মিত ভিসা। ইতালি তে যারা কাজ করতে আসে তাদের জন্য এই সকল ভিসা প্রদান করা হয়ে থাকে।
ইতালি ভিসা আবেদন লিংক
বর্তমানে ইতালির ভিসা আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমেই খুব সহজেই করা হয়। নিন্মে ইতালি ভিসার আবেদন লিংক দেওয়া হলোঃ-
ইতালির ভিসার আবেদনের দুইটি টাইপ রয়েছে। এগুলো হলো দীর্ঘমেয়াদি বা ডি টাইপ এবং অপরটি হলো স্বল্পমেয়াদি বা সি টাইপ। আপনি যেই সময়ের জন্য ইতালিতে যেতে চাচ্ছেন সেই টাইপের ভিসার আবেদন করবেন।
ডি টাইপ ভিসার আবেদন লিংকঃ D-Type National-Application-Rel-Lng-Eng.pdf
সি টাইপ ভিসার আবেদন লিংকঃ C Type-Schengen-Rel-Eng.pdf
উক্ত লিংক দুটি থেকে খুব সহজেই ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ইতালির ভিসা আবেদন ফরম (Visa Application Form)
ইতলির ভিসা (Italy visa) আবেদন টি একটা সময় শুধু দূতাবাসের নিকট পাওয়া গেলেও এখন সেটা অনলাইনে হবার কারণে খুব সহজেই অনলাইনের মাধ্যমে ভিসার আবেদন ফরম টি ডাউনলোড করে আবার অনলাইনেই সেটা জমা দেওয়া যায়। ইতালি ভিসার আবেদন ফর্ম দুই টাইপের হয়ে থাকে। একটি হলো স্বল্পমেয়াদি এবং অন্যটি হলো দীর্ঘমেয়াদি।
অল্পমেয়াদি ভিসাকে বলা হয় সি টাইপ এবং দীর্ঘমেয়াদি ভিসাকে বলা হয় ডি টাইপ। ইতালিতে পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্য যাওয়ার জন্য ডি টাইপ ভিসার আবেদন করা হয়। আর সিজনাল ভিসা, টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং বাকি গুলো সি টাইপ ভিসার অন্তভুর্ক্ত হয়ে থাকে। নিন্মে সি টাইপ এবং ডি টাইপ উভয় ভিসার আবেদন ফর্ম দেওয়া হলোঃ-
সি টাইপ ভিসার আবেদন ফরমঃ C- Type-Visa-Application-From-Schengen-Rel-Eng.pdf
ডি টাইপ ভিসার আবেদন ফরমঃ D-Type National-Application-From- Rel-Lng-Eng.pdf
আপনার প্রয়োজন অনুযায়ী উপোরোক্ত ফরম দুটি ডাউনলোড করে প্রিন্ট করুন এবং ভিসা সেটা পূরণ করে ভিসা আবেদন কেন্দ্রে জমা দিন।
ইতালির ভিসা আবেদন করার নিয়ম
রোমান সাম্রাজ্য থেকে উদ্ভূত হওয়া ইতালি হলো- বিশ্বের ৭ম ইকোনোমির দেশ। এটি ভুমধ্যসাগরের কেন্দ্রে অবস্থিত এর আয়তন ৩০১,৩৪০ বর্গকিলোমিটার এবং এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইউরোপীয় সাম্রাজ্যগুলোর একটি। নিন্মে ইতালির ভিসার আবেদন করার নিয়মগুলো তুলে ধরা হলোঃ-
ভিসার টাইপ সিলেক্ট করা (Select visa type)
ভিসার আবেদনের প্রথম কাজ হলো- ভিসার ধরণ(Select visa type)নির্বাচন করা। আপনি কত সময়ের জন্য এবং কি উদ্দেশ্যে ইতালি যেতে চান সেই অনুযায়ী আপনাকে ভিসার টাইপ নির্বাচন করতে হবে। এবং আপনার কাগজপত্রের অনুযায়ী আপনার ভিসার ধরণ নির্বাচন করতে হবে। উল্লেখ্য যদি আপনার কাগজপত্রগুলো ইংরেজি না হয় তাহলে অবশ্যই ভিসার ধরণ সিলেক্ট করার পূর্বেই ইংরেজি করে নিতে হবে।
আরও পড়ুনঃ নন্দন পার্ক (নবীনগর, সাভার-ঢাকা)
ভিসার আবেদন করা (Visa Application)
আপনার ভিসার ধরন নির্বাচন করা হলে- এবং আপনার কাগজপত্রের ভিসার(Visa Application)আবেদন করার জন্য প্রস্তুত হলে আপনি ডি টাইপ অথবা সি টাইপের ভিসার আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। এবং সেটি প্রিন্ট করে নির্ভুল্ভাবে পূরণ করবেন এবং সংশ্লিষ্ট ভিসা ক্যাটগরির চেকলিষ্ট অনুযায়ী কাগজপত্র নিয়ে জমা দেওয়ার কেন্দ্রে যান।
ভিসা জমা দান কেদ্রে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনার সকল কাগজপত্র এবং ভিসার আবেদনপত্র ডিজিটাল ডকুমেন্টের মাধ্যমে চেক করে নিয়ে আসার জন্য। এতে করে আপনার অনেক সময় বেচে যাবে।
অ্যাপয়েনমেন্ট বুকিং করা
আগে অ্যাপয়েনমেন্ট বুকিং করার ঝামেলা থাকলেও বর্তমানে ভিসার আবেদন ফর্ম পূরণ করে আপনি এখন বুকিং না করেই আপনার ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য যেতে পারেন। বাংলাদেশের তিনটি ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন স্থানে ভিসার আবেদনপ্ত্র জমা নেওয়া হয়। নিন্মে ছকের মাধ্যমে সময় উল্লেখ করা হলোঃ-
স্থান | দিন | সময় |
ঢাকা
Borak Mehnur, 7th Floor (7 for lift) 51/B, Kemal Ataturk Avenue, Banani, Dhaka-121 | রবিবার থেকে বৃহস্পতিবার | ৮.৩০ থেকে ৫ টা |
চট্টগ্রাম
World Trade Center Chittagong, (5th Floor) 102/103 Agrabad C/A. Commerce College Road, Chittagong-4100 | রবিবার থেকে বৃহস্পতিবার | ৮.৩০ থেকে ৪.৩০ |
সিলেট
4th Floor, Nirvana Inn Complex, Ramer Dighir Par, Mirzajungle Road, Sylhet- 3100, Bangladesh | রবিবার থেকে বৃহস্পতিবার | ৮.৩০ থেকে ৪.৩০ |
ইতালির ভিসা ফি প্রদান (Payment of Italy visa fee)
আপনার ভিসার আবেদনের পরে ভিসার ফি প্রদান করতে হবে। আপনি প্রিন্ট করা ফর্মটি অ্যাপয়েনমেন্টের সময় নিয়ে আসলে আপনি সেই সময়েই ভিসা ফি প্রদান করতে পারবেন। আপনাকে আপনার ভিসার ফি এবং ভিসার আবেদন ফি ভিসার আবেদন কেন্দ্রে প্রদান করতে হবে।
ইতালির ভিসা আবেদন ট্রাকিং (Italy visa application trucking)
ভিসার আবেদন জমা করা হলে আপনি একটা ভিসা কেন্দ্র থেকে ফোন কল পাবেন। এছাড়াও আরও বেশি ট্রেকিং করার জন্য SMS অথবা মেইল করতে পারেন। এছড়া আপনি চাইলে নিচের দেওয়া লিংক থেকে আপনার নামের শেষ অংশ এবং ভিসা আবেদন কেন্দ্রে জারি করা চালান/ রশিদে থাকা রেজারেন্স নাম্বার ব্যবহারের মাধ্যমে অনলাইনেও আপনার ভিসা আবেদনের অবস্থা ট্র্যাক করতে পারেন।
ভিসা আবেদন ট্রাকিং লিংকঃ https://www.vfsvisaonline.com/Global-Passporttracking/Track/
চেকিং পদ্ধতি নিন্মরুপঃ
- লিংকে প্রবেশ করুন
- রেফারেন্স নাম্বার দিন
- লাস্ট নাম দিন
- ক্যাপচা পূরণ করুন
- অতঃপর সাবমিট নামক অপশনে ক্লিক করুন।
পাসপোর্ট সংগ্রহ করা (Collection of passports)
আপনার ভিসা আবেদন প্রক্রিয়া শেষ হলে আপনাকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আপনি চাইলে আবেদন কেন্দ্রে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন অথবা VFS কেন্দ্র থেকে কুরিয়ার পরিশেষা নিতে পারেন। তবে পাসপোর্ট (passports) সংগ্রহের জন্য কিছু নিয়ম রয়েছে। সেগুলো নিন্মে দেওয়া হলোঃ
- সমস্ত প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের নিজেরাই পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
- 18 বছরের কম বয়সী আবেদনকারীদের পাসপোর্ট সংগ্রহ করতে আইনি অভিভাবকদের নিয়ে আসতে হবে।
- সংগ্রহের সময় মূল রসিদ এবং একটি ফটো কপি অবশ্যই কেন্দ্রে আনতে হবে।
তাই আপনি যখন পাসপোর্ট সংগ্রহের জন্য আসবেন তখন অবশ্যই উপোরোক্ত বিষয়গুলো মাথায় রেখে অতঃপর আসবেন।
ভিসা প্রসেসিং টাইম (Visa processing time)
ভিসার ধরণের উপরে নির্ভরে করে ভিসা প্রসেসিং টাইম। ইতালির স্বল্প মেয়াদি ভিসার প্রেসিসিং জন্য ১৫ দিন সময় লাগে। তবে পরিস্থির উপর নির্ভর করে এটির সময়কাল ৩০ দিন অব্দি হয়ে থাকে। ব্যতিক্রম কিছু পাসপোর্ট ধারীদের জন্য এই প্রসেসিং টাইম টা ৬০ দিন অব্দি হয়ে থাকে, যদি কোন পাসপোর্ট ব্যতিক্রম হয়ে থাকে তাহলে ইতালি (Italy) দূতাবাস অন্যান্য শেনজেনভুক্ত দুতাবাসের সাথে পরামর্শ করে অতঃপর দিয়ে থাকে।
তাই ইতালিয় স্বল্প মেয়াদি ভিসা প্রসেসিং টাইমের বিলম্ব এড়াতে যত দ্রুত সম্ভব ভিসার আবেদন ফর্মটি জমা দেওয়া তবে কখনোই ভ্রমণের ৩ মাস পূর্বে ভিসার আবেদন ফর্ম জমা দেওয়া উচিত নয়।
ইতালি ভিসা খরচ (Italy visa cost)
ভিসার ধরণ এবং ভিসার সময়কালের উপর নির্ভর করে ভিসা ফি এর পরিমান নির্ভর করে থাকে। নিন্মে ইতালি ভিসা খরচ সম্পর্কে একটি টেবিলের মাধ্যমে দেওয়া হলোঃ-
ভিসার ধরণ | ভিসা ফি (টাকা) | সার্ভিস চার্জ (টাকা) | ব্যাংক ড্রাফট (টাকা) |
টুরিষ্ট | ৮০০০ | ৩৮০০ | ২৭০ |
বিজনেস | ৮০০০ | ৩৮০০ | ২৭০ |
ফ্যামিলি রি ইউনিয়ন | ১১৬০০ জন প্রতি | ৩৮০০ | ২৭০ |
EA/EEA সিটিজেন ফ্যামিলি মেম্বার | ৮০০০ ফ্রি | ৩৮০০ | ২৭০ |
নাবিক | ১১৬০০/৮০০০ ভিসার প্রকারভেদ অনুযায়ী | ৩৮০০ | ২৭০ |
মেডিকেল | ৮০০০ | ৩৮০০ | ২৭০ |
রি-এন্ট্রি | ১১,৬০০ | ৩৮০০ | ২৭০ |
দক্ষ কর্মী | ৫০০০ | ৩৮০০ | ২৭০ |
পড়াশোনা | ৫০০০ ফ্রি | ৩৮০০ ফ্রি | ২৭০ |
আত্মকর্মসংখ্যান | ১১,৬০০ | ৩৮০০ | ২৭০ |
ধর্মীয় ইভেন্ট | ১১৬০০/৮০০০ ভিসার ধরন অনুয়াযী | ৩৮০০ | ২৭০ |
উপরোক্ত ভিসা ফি ২০২৩ সালের তথ্য অনুযায়ী। এটি যেকোন সময় নোটিশ ছাড়াই পরিবর্তন সাপেক্ষ।
উল্লেখ্যঃ আবেদন জমা দেওয়ার সময় ভিসা ফি প্রদান করতে হবে এবং এটি ফেরতযোগ্য নয়। যদি ভিসা আবেদন প্রত্যাহার করেন কিংবা ভিসার আবেদনকে প্রত্যাহার করা হয় তাহলেও ফেরত দেওয়া হবে না।
শেষ কথা
আশা করি, আজকের আর্টিকেলের মাধ্যমে ইতালি ভিসা আবেদন ফর্ম ২০২৩ সম্পর্কে একটি বিস্তারিত এবং সুনির্দিষ্ট তথ্য জানতে পেরেছেন। এর পরেও যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যয় জানাতে পারেন।
বাংলাদেশ থেকে ইতালির ভিসার জন্য আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সকল কাজ VFS.GLOBAL প্রতিষ্ঠানটি করে থাকে। তাই ইতালির যেকোন ভিসার জন্য আপনারা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং তাদের অফিসে যোগাযোগ করবেন।
এবং সর্বদাই চেষ্টা করবেন দালাল চক্রথেকে দূরে থাকার জন্য। বর্তমানে যেহেতু ভিসা বিষয়ক সকল তথ্যই অনলাইনে পাওয়া যায় তাই আগে অনলাইনের মাধ্যমে সকল তথ্য যেতে অতঃপর আপনার জন্য যে ভিসাটি ঠিক হবে সেটাতে আবেদন করবেন।
ইতালির ভিসা সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর / FAQ
ইতালি ভিসা খরচ কত?
ইতালিতে দুই ধরণের ভিসা হয়ে থাকে একটি সিজনাল এবং অন্যটি নন সিজনাল ভিসা। ইতালিতে নন সিজনাল ভিসা আবেদন ফি ৮০০০ টাকা সার্ভিস চার্জ ৩৮০০ টাকা এবং ব্যংক ড্রাফট ফি ২৭০ টাকা। আর কাজের ভিসা ফি ১৬০০ টাকা এবং সার্ভিস চার্জ ৫০০০ থেকে ১০০০০ টাকা।
ইতালির নতুন ভিসা নীতিমালা ২০২৩?
ইতালির নতুন ভিসা নীতিমালায় এই বছর ইতালি সরকার ৮২,৭০৫ টি ভিসা জারি করবে বলে জানিয়েছে ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইতালিতে অভিবাসন কতটা কঠিন?
আপনি যদি ইতালিতে গিয়ে সেখানের ব্লু কার্ড পেয়ে যান তাহলে আপনার আবাসন প্রক্রিয়াটা অনেক সহজ হবে।
ইতালির ভিসা পাওয়া কি খুব কঠিন?
ইতালির শেনজেন ভিসা পাওয়া অনেক সহজ। তবে কাজের ভিসাতে যেতে হবে আপনাকে অবশ্যই ইতালির সরকারের কোম্পানির আমন্ত্রন পত্র লাগবে।
আরও পড়ুন-
ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়
নেপাল ভ্রমন | নেপাল ভ্রমণ খরচ ও ভ্রমনে গাইড