মাওয়া রিসোর্ট
আমাদের বাংলাদেশের মধ্যে থাকা অন্যান্য রিসোর্ট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো, মাওয়া রিসোর্ট(mawa resort) । যার বর্তমান অবস্থান আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে অবস্থিত।
আর উক্ত রিসোর্টে ভ্রমণ করার সময় আপনি প্রাকৃতিক পরিবেশের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যা আপনার মনকে অনায়াসে ভালো করে দিবে।
তবে মাওয়া রিসোর্ট এর সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার কত টাকা খরচ হবে। এবং কিভাবে আপনি আপনার অবস্থান থেকে এই মাওয়া রিসোর্ট(mawa resort) আসতে পারবেন। আজকের এই আর্টিকেলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব। তাহলে চলুন দেরি না করে যেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ সুনামগঞ্জের দর্শনীয় স্থান ট্যুর প্ল্যান
মাওয়া রিসোর্ট যা যা দেখবেন
বর্তমান সময়ে মাওয়া রিসোর্ট(mawa resort) কে আমাদের বাংলাদেশের অন্যতম একটি ভ্রমন করার স্থান হিসেবে ধরা হয়ে থাকে। যে দিঘির চারপাশে রয়েছে উঁচু উঁচু সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছ আপনার নজর কাড়বে। এ ছাড়াও আপনি দিঘির পাড়ে বিভিন্ন ধরনের সুপারির গাছ দেখতে পারবেন। আর এই গাছ গুলো এমন ভাবে একের পর একভাবে দাড়িয়ে আছে।
যার কারণে উক্ত স্থানের সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আর আপনি এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্পন্ন বোট দিয়ে উক্ত দিঘী তে ঘুরে বেড়াতে পারবেন। এ ছাড়াও যখন আপনি আধুনিক বোট গুলো দিয়ে সেই দিঘি টি ঘুরবেন। তখন আপনি উক্ত দিঘির পারে বিভিন্ন ধরনের ক্যাফেটেরিয়া লক্ষ্য করতে পারবেন।
এগুলো ছাড়াও মাওয়া রিসোর্ট এর মধ্যে দেখার মত আরও অনেক কিছু রয়েছে। যেমন:-
- পিকনিক বা শুটিং করার মতো স্থান
- বিভিন্ন ডিজাইনের কটেজ
- ছোটো বড় কাঠের তৈরি সেতু
- রাতে জোনাকি পোকার ঝিকমিক আলো
- বাঁশের চাটার মধ্যে বাহাারি সব আল্পনা
- বড় দিঘী ও সাড়ি সাড়ি নারিকেল এবং সুপারির গাছ
- মুগ্ধ করার মতো সব আলোকসজ্জা
তো আপনি যদি খুব স্বল্প সময়ের জন্য ভালো কোন স্থানে ভ্রমণ করতে চান। তাহলে আপনার জন্য উপযুক্ত স্থান হবে মাওয়া রিসোর্ট (mawa resort)। আর সেখানে যাওয়ার পর আপনি কি কি দেখতে পারবেন, সে গুলো উপরে উল্লেখ করা হলো। এ ছাড়াও আপনি ঢাকার আসে পাশে আরও যা যা দেখবেন সেগুলি হল- পুরান ঢাকার লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এই দুইটি স্থান যা কিনা বুড়িগঙ্গা নদীর কোলঘেঁষে অবস্থিত।
এ ছাড়াও আপনার হাতে যদি সময় থাকে। এবং আপনি যদি একজন ভ্রমন পিপাসক হয়ে থাকেন তাহলে ঐতিহাসিক কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভ্রমন করে আস্তে পারেন। আশা করি, আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তার সাথে ও আপনার অনেক ভালো লাগবে।
মাওয়া রিসোর্ট খরচ
মাওয়া রিসোর্ট সারাদিনের জন্য রুমভাড়া
যদি আপনি মাওয়া রিসোর্ট এর কটেজ সারাদিনের জন্য ভাড়া নেন। তাহলে আপনাকে যে পরিমান টাকা ব্যয় করতে হবে। তার তালিকা নিচে দেওয়া হলো:-
- নন-এসিঃ (ইকোনমি রুম) – ৩ হাজার টাকা।
- নন-এসিঃ (এক্সিকিউট রুম) – ৩,৫০০ টাকা।
- এসিঃ (ডিলাক্স রুম) – ৪ হাজার টাকা।
- এসিঃ (সুইট কটেজ রুম) – ১০ হাজার টাকা।
- নন-এসিঃ (ডরমিটরি রুম) – ১ হাজার ৫০০ টাকা।
আপনারা যারা মাত্র একদিনের ভ্রমণের জন্য মাওয়া রিসোর্ট(mawa resort) যেতে চান। তাদের জন্য কত টাকা করে কটেজ ভাড়া দিতে হবে। সেই ভাড়ার তালিকা উপরে উল্লেখ করা হয়েছে। আপনি আপনার পছন্দমত এই তালিকার উপর ভিত্তি করে কটেজ ভাড়া নিতে পারবেন।
দুপুর ১২ টা থেকে পরের দিন ১২ টা অবধি কটেজ ভাড়া
কিন্তু আপনি যদি মাওয়া রিসোর্ট(mawa resort) এর মধ্যে রাত্রি যাপন করতে চান। তাহলে আপনার কটেজ ভাড়া কিছুটা পরিবর্তন হবে। এবং আপনাকে যে পরিমাণ টাকা ভাড়া দিতে হবে। সেই ভাড়ার তালিকা নিচে প্রদান করা হলো। যেমন:-
- নন-এসিঃ (ইকোনমি রুম) – ৩ হাজার ৫০০ টাকা।
- নন-এসিঃ (এক্সিকিউট রুম) – ৪,০০০ টাকা।
- এসিঃ (ডিলাক্স রুম) – ৫ হাজার টাকা।
- এসিঃ (সুইট কটেজ রুম) – ১২ হাজার টাকা।
- নন-এসিঃ (ডরমিটরি রুম) – ২ হাজার টাকা।
তো উপরের ভাড়ার তালিকা থেকে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে যে, আপনি খুব কম পরিমাণ টাকা দিয়ে মাওয়া রিসোর্ট এর মধ্যে কটেজ ভাড়া নিতে পারবেন। এবং সেখানে আপনি আপনার ভ্রমণ করার পাশাপাশি রাত্রি যাপন করতে পারবেন।
মাওয়া রিসোর্ট বুকিং দিতে অথবা প্রয়োজনীয় তথ্য জানতে যোগাযোগ
ফোন:- 01711057947, 01755592585, 01755592584
ই-মেইল:- info@mawaresort.com
ওয়েবসাইট:- https://mawaresort.com
ফেইসবুক পেইজ:- www.facebook.com/mawaresortbd
মাওয়া রিসোর্ট কিভাবে যাবেন
বাংলাদেশের জনপ্রিয় মাওয়া রিসোর্ট খুব সহজেই যাওয়া সম্ভব। যেমন, আপনি যদি ঢাকা থেকে মাওয়া রিসোর্ট (mawa resort) আসতে চান। তাহলে আপনাকে মিরপুর ১০, ফার্মগেট অথবা শাহবাগ থেকে লোকাল বাসে লৌহজং থানা মসজিদ ঘাট আসতে হবে। আর বর্তমান সময়ে বিভিন্ন লোকাল বাস এই স্থানে নিয়মিত যাওয়া আসা করে। তার মধ্যে অন্যতম হলো, স্বাধীন পরিবহন, গাংচিল পরিবহন কিংবা ইলিশ পরিবহন।
অথবা, আপনার যদি নিজস্ব যানবহন থাকে। তাহলে আপনি সরাসরি লৌহজং থানার সামনে গাড়ি নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত গাড়ি নিয়ে মাওয়া রিসোর্ট আসতে চান। তাহলে কিন্তু আপনাকে মোট দুই জায়গা তে গাড়ির টোল দিতে হবে। এই দুই জায়গাতে আপনার টোল এর পরিমাণ হবে ৩০ টাকা এবং ৬০ টাকা মাত্র।
তবে নিজস্ব গাড়ি নিয়ে আসলে সবচেয়ে বড় সমস্যাটি হলো, পার্কিং ব্যবস্থা। কিন্তু মাওয়া রিসোর্ট আসার সময় আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসেন। তাহলে আপনি লৌহজং থানার সামনে আপনার ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এবং যখন আপনি লৌহজং থানার কাছে আসবেন। তখন আপনি একটু ডানদিকের রাস্তা দিয়ে হাঁটলেই সরাসরি মাওয়া রিসোর্ট দেখতে পারবেন।
আরও পড়ুনঃ কক্সবাজারের সেরা কিছু হোটেল ও রিসোর্ট তথ্য
মাওয়া রিসোর্ট প্রবেশ মূল্য কত টাকা
যখন আমরা অন্যান্য রিসোর্ট এর মধ্যে ভ্রমণ করতে যাই। তখন আমাদের অনেক বেশি প্রবেশ মূল্য দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যখন মাওয়া রিসোর্ট (mawa resort)এর মধ্যে ভ্রমণ করতে আসবেন। তখন এই রিসোর্টে মধ্যে প্রবেশ করার জন্য আপনাকে শুধুমাত্র ৩০ টাকা প্রবেশ মূল্যে দিতে হবে। আর এই ৩০ টাকা প্রবেশ মূল্যর বিনিময়ে আপনি মাওয়া রিসোর্ট এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের খেলা উপভোগ করতে পারবেন।
মাওয়া রিসোর্ট নিয়ে আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, আপনি যদি মাওয়া রিসোর্ট ভ্রমন করতে চান। তাহলে আজকের লেখা আর্টিকেল টি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কারণ, আপনি কিভাবে এই রিসোর্টে যেতে পারবেন, আপনার কত টাকা খরচ হবে। তার সকল বিষয় গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তো আপনি যদি ভ্রমন সংক্রান্ত আরো কিছু জানতে চান। তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্ত থাকুন, আর নিরাপদে ভ্রমন করুন।
মাওয়া রিসোর্ট নিয়ে কিছু প্রশ্ন ও উত্তরঃ
প্রশ্নঃ মাওয়া রিসোর্ট খাবারের সুব্যবস্থা আছে কি?
উত্তরঃ হ্যাঁ, মাওয়া রিসোর্ট খাওয়া দাওয়া করার যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। কেননা এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি শেপদের দিয়ে থাই, কন্টিনেন্টাল, চাইনিজ ও দেশি খাবার তৈরি করা হয়।
প্রশ্নঃ মাওয়া রিসোর্ট কতক্ষন খোলা থাকে?
উত্তরঃ সকাল ০৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাওয়া রিসোর্ট খোলা থাকে।