ফ্যান্টাসি কিংডম (আশুলিয়া), সাভার, ঢাকা

ফ্যান্টাসি কিংডম

ফ্যান্টাসি কিংডম (Fantasy kingdom) থিম পার্ক, এটি মূলত ফ্যান্টাসি কিংডম নামেই পরিচিত। এটি বাংলাদেশের ঢাকার অদূরে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অবস্থিত একটি থিম পার্ক। ফ্যান্টাসি কিংডম ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। ফ্যান্টাসি কিংডম থিম পার্ক।

যেটি প্রায় ২০ একর আয়তনের জায়গার উপর অবস্থান করে আছে। যা সারা বিশ্বের জনপ্রিয় এবং আধুনিক সব রাইড দিয়ে সাজানো। এই বিনোদন কেন্দে আছে ঘুরে দেখার মত অনেক জিনিস যা দেখলে আপনার মনে প্রশান্তি ফিরে পাবেন।

সেগুলে উল্লেখ করা হলঃ- যেমন থ্রিডি সিনেমা, শান্ত মারিয়া, রোলার কোস্টার, বুল ডোজার, ম্যাজিক কাপেট, বাচ্চাদের বাম্পার গাড়ি, জাদুর গালিচা, লেজি রিভার, লস্ট কিংডম, প্লে জোন, ওয়াটার ফল, ডুম স্লাইড, ড্যাস্নিং জোন এবং ওয়াটার কিংডম ইত্যাদি। সহ আরও অনেক কিছু।

এছাড়াও সেখানে রয়েছে ছাত্র-ছাত্রিদের জন্য ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অজনের সুযোগ। তার সাথে আরও রয়েছে, জন্মদিনের প্যাঁটি, বিবাহ,পিকনিক, মিটিং, সেমিনার অনুঠান আয়োজনের সুব্যবস্থা। এবং তার সাথে রয়েছে রাত্রিজাপনের সুযোগ এবং বিভিন্ন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুঠান ও কন্সাট আয়োজনের সুযোজ।

এখানেই শেষ নয়, বরং আপনি আরো এমন কিছু দেখতে পারবেন। যা আপনার ভ্রমন করার ইচ্ছাকে পূরণ করে দিবে। এ ছাড়াও আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি ঢাকার আসে পাশে আরও অনেক স্থান ভ্রমন করতে পারেন

যেমন- রোজ গাডেন, আহসান মঞ্জিল, শহিদ মিনার, সংসদ ভবন, স্মৃতিসৌধ, জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লা সহ আরও অনেক স্থানে। আশা করি, সেই সকল স্থান ভ্রমনে আপনার ভালো লাগবে। তো চলুন, এবার একটু গল্পে গল্পে বাংলাদেশের জনপ্রিয় থিম পার্ক “Fantasy kingdom” সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ মাওয়া রিসোর্ট (লৌহজং, কান্দিপাড়া ) মুন্সিগঞ্জ

ফ্যান্টাসি কিংডম এর সময়সূচী

জনপ্রিয় এই থিম পার্কে ঘুরতে যাওয়ার একটি সময়সূচী আছে। যেমন,

সাধারন দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং

সরকারী ছুটির দিনগুলোতে এটি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

ফ্যান্টাসি কিংডম প্রবেশ মূল্য

যদি আপনি পার্ক এর মধ্যে পূর্ণতা আনতে চান। তাহলে অবশ্যই আপনার এই থিম পার্কে যাওয়া উচিত। তবে এখানে ঘুরতে আপনাকে টিকিট কিনে প্রবেশ করতে হবে। বর্তমানের টিকিট এল মূল্য হলো, 

  1. ওয়াটার কিংডমঃ ৮০০ টাকা,
  2. কম্বো প্যাকেজঃ ১,৫০০ টাকা,
  3. ফ্যামিলি প্যাকেজঃ ৪,০০০ টাকা,  

তো আপনি এখানে মোট তিন প্যাকেজ এর টিকিট নিতে পারবেন। যেখান থেকে আপনি আপনার পছনমতো টিকিন কেনার সুবিধা পাবেন। 

ফ্যান্টাসি কিংডম

ফ্যান্টাসি কিংডম পার্কে কি আছে

ফ্যান্টাসি কিংডম এর প্রবেশ মূল্য ৪০০ টাকা করে দিতে হবে। তো অনেকেই হয়ত ভাবছেন যে, এখানে দেখার মতো কি আছে। হুমম, যদি আপনি এই থিম পার্ক এর মধ্যে ভ্রমণ করেন। তখন আপনি কি কি দেখতে পারবেন। সে গুলোর তালিকা নিচে দেওয়া হলো। যেমনঃ-

  1. বাম্পার কার
  2. জুজু ট্রেন
  3. ঘূর্ণি পাখি
  4. হাইওয়ের কনভয়
  5. বিহ স্প্ল্যাশ
  6. হ্যাপি কাঙারু
  7. ইজি ডিজি
  8. সূর্য ও চাঁদ
  9. থ্রিডি সিনেমা
  10. বুল ডোজার
  11. সান্তা মারিয়া
  12. বাচ্চাদের বাম্পার গাড়ি
  13. জাদুর গালিচা
  14. পনি অ্যাডভেঞ্চার
  15. রোলার কোস্টার
  16. স্পিড ওয়ে
  17. ঘূর্ণি টানেল
  18. স্কাই হপার
  19. বাম্পার বোট
  20. জিপ প্রায়
  21. ইগলু হাউস
  22. মুভিং টাওয়ার
  23. ফেরিস হুইল
  24. জুনিয়র ফেরিস হুইল
  25. রিডিম্পশন গেম
ফ্যান্টাসি কিংডম থিম পার্কে কি কি আছে 

উপরে আপনি যে গুলোর নাম দেখছেন। তার সব গুলোই আপনি বাংলাদেশের জনপ্রিয় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম এর মধ্যে দেখতে পারবেন। 

তবে আমাদের মধ্যে যে সকল মানুষ পার্কে গিয়ে রাইড করতে ভালোবাসেন। তাদের জন্য ফ্যান্টাসি কিংডম হবে একবারে উপযুক্ত। কারণ, একটা সময় আমরা দেশি বা বিদেশি টিভি চ্যানেলে যে সকল রাইড দেখতাম। তার প্রায় সব ধরনের রাইড গুলো আপনি এই ফ্যান্টাসি কিংডম এর মধ্যে দেখতে পারবেন।

আরও পড়ুনঃ নন্দন পার্ক (নবীনগর, সাভার-ঢাকা)

ফ্যান্টাাসি কিংডম কিভাবে যাবেন 

বাংলাদেশের জনপ্রিয় এই থিম পার্কে যাওয়াটা খুব সহজ। সেজন্য আপনাকে ঢাকা আশুলিয়ার মধ্যে আসতে হবে। আর সেখানে আসলে আপনি রাস্তার সাইডে এই থিম পার্কটি দেখতে পারবেন। যেমন, আপনি যদি ঢাকা গাবতলী থেকে আসতে চান। তাহলে আপনি প্রথমে ঢাকা নবীনগর থেকে আশুলিয়ায় আসতে পারবেন। 

তবে যারা অনেক দুর থেকে আসতে চাচ্ছেন। তারা প্রথমে আশুলিয়াতে আসবেন। আর যোগাযোগ ভাড়া কত টাকা ব্যায় হবে। সেটা নির্ভর করবে আপনার দুরত্বের উপর।

যোগাযোগঃ-

মোবাইল –     ০১৯৬৯-৯১০১০০, ০১৯১৩-৫৩১৪৭৪, ০১৯১৩-৫৩১৫২২

ওয়েবসাইট –  https://fantasykingdom.net/

ফেসবুক –     https://www.facebook.com/FantasyKingdomHQ/

ইমেল –         info@fantasykingdom.net

কোথায় খাবেন 

এই পার্কটি ঘুরে দেখতে আপনার অনেক সময় লাগবে। তো ঘুরতে ঘুরতে আপনার যখন ক্ষুধা লাগবে। তখন আপনি সেখানে থাকা হোটেল, ফাস্টফুড, রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতে পারবেন। 

তবে আপনি খাওয়ার আগে অবশ্যই দাম জেনে নিবেন। এছাড়াও খাবার আগে সেই খাবার এর গুনগত মান দেখে নিবেন। 

কোথায় থাকবেন

আপনি অনেক দুর থেকে এখানে ঘুরতে এলে, খাওয়া থাকা করতে পারবেন। আর চাইলে রাত কাটাতে পারবেন। কেননা, ফ্যান্টাসি কিংডম এর পাশেই আছে অনেক ভালো মানের হোটেল ব্যবস্থা। আপনি চাইলে আপনার পছন্দমতো হোটেলে রাত যাপন করতে পারবেন। 

কিন্তুু হোটেল এ থাকার পূর্বে অবশ্যই সেখানকার পরিবেশ নিরাপত্তা নিজ দায়িত্বে জেনে নিবেন। আর এই হোটেল গুলোর সুবিধা আছে। কারণ, আপনি মাত্র ৫ হাজার টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকায় রুম ভাড়া নিতে পারবেন। আর পুরো রাত কাটিয়ে দিতে পারবেন।

ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডম যাওয়ার উপায়

আপনি যদি বর্তমান সময়ে ঢাকার মধ্যে অবস্থান করে থাকেন। তাহলে আপনি খুব সহজেই বাসে করে ফ্যান্টাসি কিংডম আসতে পারবেন। তো আপন যদি ঢাকার গুলিস্তান, মতিঝিল কিংবা যাত্রাবাড়ি থেকে আসেন। তাহলে আপনাকে বিভিন্ন লোকাল বাসের সাহায্য আব্দুলাহপুর আসতে হবে। তারপর আপনাকে লেগুনার মাধ্যমে ফ্যান্টাসি কিংডম আসতে হবে। 

তবে বর্তমানে এমন অনেক লোকাল বাস পরিবহন আছে। যেগুলোর মাধ্যমে আপনি সরাসরি আশুলিয়া হয়ে এই পার্কের গেটে এসে পৌঁছাতে পারবেন। কিন্তুু আপনি যদি মিরপুর বা শ্যামলী থেকে এই পার্কে আসতে চান। তাহলে আপনি সরাসরি মাজার রোডের মধ্যে আসবেন। সেখান থেকে যে লেগুনার মধ্যে নবীনগর লেখা আছে, সেই লেগুনা গুলো থেকে সরাসরি ফ্যান্টাসি কিংডম পার্কে আসতে পারবেন।  

শেষকথা  

আজকে আমরা ফ্যান্টাসি কিংডম সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো আপনি যদি আরো কিছু জানতে চান। তাহলে নিচে কমেন্ট করে সেটি আমাদের বলবেন। ধন্যবাদ, এতক্ষন আমার সাথে থাকার জন্য। ভালো থাকুন এবং নিরাপদে ভ্রমণ করুন।

ফ্যান্টাসি কিংডমের সকল প্যাকেজের আপডেটেড তথ্য জানতে দেখুনঃ এখানে ক্লিক করুন।

আরও পড়ুন-

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ঢাকা

মন্তব্য করুন